তথ্য ও প্রযুক্তিমোবাইল

স্মার্টফোনের স্ক্রিন লক পাসওয়ার্ড ভুলে গেলে করণীয়

2
scrnl

ফোনের সকল প্রকার তথ্য সুরক্ষিত রাখতে বেশিরভাগ মানুষই ফোনে স্ক্রিন লক করে রাখে। অনেক সময় লক স্ক্রিনের প্যাটার্ন ভুলে যাওয়ার প্রবণতাও দেখা দেয়। অথবা কোনো কারণে যদি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার কাজ না করে তাহলে যা করবেন।

গুগল অ্যাকাউন্টের মাধ্যমে-

অন্য একটি স্মার্টফোন বা কম্পিউটারে google.com/android/devicemanager -ওয়েবসাইটে যান।

সেখানে গুগল অ্যাকাউন্টে Sign In করুন। লগ ইন করার পর আপনার স্মার্টফোনটির নাম শো করবে। সেটি সিলেক্ট করুন।

এরপর সেখানে Lock নামে একটি অপশন পাবেন। সেখানেই নতুন পাসওয়ার্ড সেট করার অপশন থাকবে। এবার নতুন পাসওয়ার্ড সেট করুন। এই পাসওয়ার্ডটি ব্যবহার করেই আপনার ফোন আনলক করতে পারবেন।

আর যদি নিতান্তই উপায় না থাকে সেক্ষেত্রে ডিভাইস ফ্যাক্টরি রিসেট করুন-

সবার প্রথমে, ফোন সুইচ অফ করুন। তার আগে অবশ্যই ফুল চার্জ দিয়ে নেবেন। এরপর টানা কিছুক্ষণের জন্য ভলিউম আপ বা ডাউন (ফোনের উপর নির্ভর করে) বাটন ও পাওয়ার বাটন একসঙ্গে চেপে ধরে রাখুন।

এটি করলেই ফোন রিস্টোর মোডে যাবে এবং ফ্যাক্টরি রিসেটের অপশন দেখাবে। এরপর ‘ক্লিন/ইরেজ ডেটা’ এবং ‘ক্যাশে’তে ট্যাপ করতে হবে।

আরও পড়ুন: সঠিক স্মার্টফোন চার্জার নির্বাচন করার উপায়

প্রায় এক মিনিট অপেক্ষা করার পর ফোনটি চালু করলে, তখন আর কোনো পাসওয়ার্ড বা প্যাটার্ন চাইবে না। তবে কোনো ডেটা ব্যাকআপ না থাকলে সেটা চলে যাবে।

বাসি ভাত দিয়ে বানিয়ে ফেলুন পনির রাইস কাটলেট

Previous article

আর্টেমিস ১ রকেট উৎক্ষেপণ তৃতীয়বারের জন্য স্থগিত

Next article

You may also like

2 Comments

  1. […] আরও পড়ুন: স্মার্টফোনের স্ক্রিন লক পাসওয়ার্ড ভ… […]

  2. […] আরও পড়ুনঃ স্মার্টফোনের স্ক্রিন লক পাসওয়ার্ড ভ… […]

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *