উদ্যোক্তার গল্পদেশি উদ্যোক্তা

সিদল আমার সিগনেচার পণ্য : আফরিন হোসেন সেঁজুতী

1
cvr 2 2

উদ্যোক্তা জার্নালের বিশেষ আয়োজন ‌‘উদ্যোক্তা গল্প’-র আজকের পর্বে, নিজের উদ্যোগ নিয়ে কথা বলেছেন আফরিন হোসেন সেঁজুতী। চলুন শুনি তার উদ্যোক্তা জীবনের গল্প।

আসসালামু আলাইকুম। আমি আফরিন হোসেন সেঁজুতী। আমি স্টুডেন্ট এর পাশাপাশি একজন ক্ষুদ্র নারী উদ্যোক্তা । আমার জন্ম, বেড়ে উঠা উত্তর অঞ্চলের শেষ জেলা লালমনিরহাটে।

আমার বাবা একজন সাবেক কমিশনার। আমরা দু’বোন! আমি ছোট, বড় বোন সরকারি চাকরি করেন, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর।ftre 2 2আমি অনেক চঞ্চল প্রকৃতির একজন মানুষ। অনেক মিশুক প্রকৃতির। আমি কাজ করছি আমাদের উত্তর অঞ্চলের বিখ্যাত মুখরোচক খাবার সিদল নিয়ে। শূন্য হাতেই শুরু করেছিলাম এই কাজটি। সিদল আমার সিগনেচার পণ্য। এটি শুঁটকি, কচুর ডাটা ও মসলার মিশ্রনে তৈরি। সখের বসেই এটি নিয়ে কাজ করা। এতো সাড়া পাবো ভাবিনি। এছাড়াও আমার উদ্যোগে রয়েছে হোমমেড গাওয়া ঘি, শীতের সময় কুমড়ো বড়ি সহ ইত্যাদি দেশীয় পণ্য। আমার বিজনেসের বয়স প্রায় সাড়ে ৩ বছর!

আরও পড়ুনঃ নারী উদ্যোক্তাদের জন্য আমাদের দেশের সামাজিক অবস্থা এখন অনেক ভালো : রত্না

পড়াশোনার পাশাপাশি বিজনেস করতে এসে অনেক অনেক সাপোর্ট, ভালোবাসা পেয়েছি। সবার অনুপ্রেরণা নিয়েই এগিয়ে যাচ্ছি আমার উদ্যোগ নিয়ে। আমার সিদল শুধু দেশেই নয় সারাদেশ সহ দেশের বাহিরেও পৌঁছে গিয়েছে মোট ১৩ বার আলহামদুলিল্লাহ। সিদল বর্তমান সময়ে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। সিদল তৈরিতে প্রসেসিং এ অনেক লম্বা সময় পার করে দিতে হয়।

আমার প্রতিষ্ঠানের নাম Sejuti’s Dream Online Shop। সবার ভালোবাসা অনুপ্রেরণা নিয়ে আমি আমার বিজনেসটিকে আরো এগিয়ে নিয়ে যেতে চাই। পরিবারের সাপোর্ট না হলে এটি সম্ভব নয়। শুকরিয়া সবার ভালোবাসা পেয়েছি, অসংখ্য রিপিট ক্রেতা পেয়েছি যারা বর্তমানে আমার রেগুলার ক্রেতা।

সবাই দোয়া করবেন আমি যেনো আমার উদ্যোগকে আরো এগিয়ে নিয়ে যেতে পারি।

উদ্যোক্তা জার্নাল/মাসুদুজ্জামান রাসেল

নারী উদ্যোক্তাদের জন্য আমাদের দেশের সামাজিক অবস্থা এখন অনেক ভালো : রত্না

Previous article

অনলাইন ব্যবসায় নারী উদ্যোক্তাদের কৌশল : সফলতার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ – এলিন মাহবুব

Next article

You may also like

1 Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *