জীবনযাপন স্বচ্ছ চিন্তায় গড়ে তুলুন সহজ ও শান্ত জীবন : জয়া মাহবুব By নিজস্ব প্রতিবেদক October 25, 20252 ShareTweet 2 আমাদের জীবন অনেকটা কুয়াশাচ্ছন্ন সকালবেলার মতো—অনেক কিছু চোখের সামনে থাকলেও, পরিষ্কার করে দেখা যায় না। আমরা জীবনে আসলে কি চাই বা কঠিন সময়ে কীভাবে সঠিক সিদ্ধান্ত নিবো — এসব প্রশ্নে আমরা প্রায়ই বিভ্রান্ত হয়ে পড়ি। অথচ কিছু মানুষ আছেন, যাদের মন আশ্চর্যভাবে স্থির, চিন্তাভাবনা স্বচ্ছ। তারা জীবনের কঠিন সিদ্ধান্তও নেয় অবলীলায়। তাদের গোপন রহস্য কী? উত্তরটি সহজ—“স্পষ্ট চিন্তার অভ্যাস।” আজ এমন পাঁচটি অভ্যাস নিয়ে আলোচনা করবো, যেগুলো স্বচ্ছ মনের মানুষরা জীবনের অংশ করে নিয়েছেন। যাদের তারা শ্রদ্ধা করে, তাদের দিকে মনোযোগ দেয় পরিষ্কার মনের মানুষ নিজের জীবনের আদর্শ খোঁজে চারপাশের মানুষদের মধ্যেই। তারা ভাবেন—“আমি কাদের শ্রদ্ধা করি, কেন করি?” এই চিন্তার মধ্য দিয়েই ধীরে ধীরে নিজের মূল্যবোধগুলো স্পষ্ট হয়ে ওঠে। যেমন কেউ হয়তো হেলেন কেলারের দৃঢ়তা পছন্দ করেন, কারণ তারা সংগ্রামেও শান্ত থাকতে শিখেছেন। সেই গুণটিই নিজের জীবনে আনতে চান। তারা স্মরণ করে, কোন সময়ে তারা সবচেয়ে সুখী ছিল আমাদের জীবনে এমন কিছু মুহূর্ত থাকে, যখন আমরা সত্যিই খুশি, আত্মবিশ্বাসী বা গর্বিত বোধ করেছি। পরিষ্কার মনের মানুষরা সেই সময়গুলো মনে রাখেন—কোথায় ছিলেন, কাদের সঙ্গে ছিলেন, কী করছিলেন। এই স্মৃতিগুলোই বলে দেয়, আসলে কী আমাদের হৃদয়ের কাছাকাছি। যখন আমরা সেই সুখের মুহূর্তগুলোকে চিনে নিই, তখন ভবিষ্যতের সিদ্ধান্তও অনেক সহজ হয়ে যায়। তারা নিজের মূল্যবোধের তালিকা তৈরি করে “সততা, সম্মান, স্বাধীনতা, ভালোবাসা”—এই শব্দগুলো শুধু পাঠ্যবইয়ের নয়; এগুলো আমাদের ভিতরের কম্পাস। পরিষ্কার মনের মানুষ জানেন, তাদের সিদ্ধান্তের ভিত্তি এগুলোই। তারা কাগজে লিখে ফেলেন কোন মূল্যবোধগুলো তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ—এবং যখন বিভ্রান্ত হন, তখন সেদিকেই ফিরে তাকান। তারা সেই মূল্যবোধ অনুযায়ী বাঁচে জানার চেয়েও বড় হলো—মেনে চলা। যদি আপনার মূল মূল্যবোধ হয় “বিশ্বাস”, তাহলে আপনি এমন জীবন বেছে নেবেন যেখানে মিথ্যার জায়গা নেই। যদি “পরিবার” হয় আপনার জীবনের কেন্দ্রবিন্দু , তাহলে কাজের চাপে প্রিয়জনকে ভুলে যাবেন না। স্বচ্ছ মনের মানুষরা নিজেদের কথার সঙ্গে কাজের মিল রাখে—এটাই তাদের স্থিরতার রহস্য। আরও পড়ুনঃ মনোযোগের শক্তি : যেদিকে তাকাবেন, সেদিকেই বদলাবে জীবন – জয়া মাহবুব তারা জানে, কোন মূল্যবোধগুলো অপরিহার্য সবকিছুই জীবনে সমান গুরুত্বপূর্ণ নয়। কেউ সম্পর্ককে গুরুত্ব দেয়, কেউ কাজকে, কেউ আবার নিজের শান্তিকে। কিন্তু স্বচ্ছ মনের মানুষ জানে—সব কিছু একসাথে ধরা যায় না, তাই বেছে নিতে হয় বুঝে শুনে। তারা নিজেদের মূল্যবোধকে চার ভাগে ভাগ করে ১) অপরিহার্য: সততা, বিশ্বাস, পরিবার, আত্মসম্মান। এগুলোর সঙ্গে কোনো অবস্থাতেই আপস করা যায় না। ২) খুব গুরুত্বপূর্ণ: শিক্ষা, বন্ধুত্ব, সৃজনশীলতা, অর্থনৈতিক স্থিতি। অর্থ দরকার জীবনের জন্য, কিন্তু জীবন একমাত্র অর্থের জন্য নয়। যদি অর্থই সবকিছু হয়, আমরা সম্পর্ক, নীতি, ও আত্মপরিচয় হারাই। ৩) কখনো গুরুত্বপূর্ণ: জনপ্রিয়তা, অর্জন, বাহ্যিক স্বীকৃতি। প্রয়োজনে দরকার, কিন্তু স্থায়ী নয়। ৪) তেমন গুরুত্বপূর্ণ নয়: অহংকার, অযথা প্রতিযোগিতা। এগুলো শুধু মন ক্লান্ত করে। সত্যিকারের শান্তি আসে, যখন আমরা বুঝি—কী অপরিহার্য, আর কী শুধুমাত্র প্রয়োজনে দরকার। এই প্রক্রিয়ায় তারা বুঝে যায়, আসলে জীবনে কোন পাঁচটি বিষয় সবচেয়ে বেশি অর্থবহ। এই “টপ ফাইভ” তালিকাই তাদের প্রতিটি সিদ্ধান্তের চাবিকাঠি। পরিষ্কার মনের মানুষদের জীবন আসলে একধরনের সরল সৌন্দর্য। তারা জানে কী তাদের জন্য মূল্যবান, তাই প্রতিটি সিদ্ধান্তও হয়ে ওঠে স্বচ্ছ ও শান্তিপূর্ণ। যেমন টিভি হোস্ট মাইক রো বলেছেন— “সুখ আসে তখনই, যখন আমরা জানি আমরা কী মূল্য দিই—এবং সেই বিশ্বাস অনুযায়ী বাঁচি।” তাই হয়তো শুধুমাত্র সত্যিকারের শান্তি কোনো নতুন কিছু অর্জনে নয়, বরং নিজের ভেতরের কণ্ঠস্বরকে পরিষ্কারভাবে শুনতে শেখার মধ্যেই লুকিয়ে আছে। জয়া মাহবুব
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20231908 views