কৃষি মৎস্য খাত নিয়ে কাজ করায় সেরা প্রতিবেদক নির্বাচিত হয়েছেন সাংবাদিক বুলবুল আহমেদ By নিজস্ব প্রতিবেদক January 31, 20220 ShareTweet 0 করোনাকালে মৎস্য খাত নিয়ে কাজ করায় বাংলাদেশ ফিসফার্ম ওনার্স এসোশিয়েশন ফোয়াব সম্মাননা-২২ এর সেরা প্রতিবেদক নির্বাচিত হয়েছেন বাংলা টিভির স্টাফ রিপোর্টার বুলবুল আহমেদ। সকালে রাজধানীর বিএমএ মিলনায়তনে সারাদেশ থেকে আগত মৎস্য চাষিদের উপস্থিতিতে জাতীয় মৎস্য কংগ্রেস থেকে এসিআই এগ্রিবিজনেসের প্রেসিডেন্ট ড.এফ এইচ আনসারী,বাংলাদেশ ফিসফার্ম ওনার্স এসোশিয়েশনের সভাপতি মোল্লা সামসুর রহমান শাহিন এ সম্মাননা তুলে দেন। অনুষ্ঠান থেকে সফল উদ্যোক্তা, সফল মৎস্য চাষি,গবেষণায়,কৃষি ক্ষেত্রে অবদানের জন্য মোট ১২ জনকে সম্মাননা দেয়া হয়। বাংলাদেশ ফিসফার্ম ওনার্স এসোশিয়েশনের সভাপতি মোল্লা সামসুর রহমান শাহিন জানান, মৎস্য সম্পদের নানা খুঁটিনাটি নিয়ে যারা কাজ করেন তাদের সম্মাননা দিতে পেরে দেশের সকল মৎস্য চাষিরা খুব খুশি।আগামীতে আরও বড় পরিসরে এই পুরস্কার প্রদান করা হবে বলেও জানান তিনি।
জামদানি শিল্পের পুনর্জাগরণে নারী নেতৃত্ব : নওরীন পেলেন ‘বেস্ট এন্টারপ্রেনার অব দ্য ইয়ার’ সম্মাননা May 31, 20251
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20231909 views