কৃষি

ইদুঁর নিধনে ব্রাহ্মণবাড়িয়ায় কৃষকের বন্ধু জাকির হোসেন

1
jakir hossain

জেলার বেশিরভাগ জমির উৎপাদিত ফসল এবং খাদ্য শস্য ধ্বংস করছে ইঁদুর। ক্ষতিকারক সেই ইঁদুর নিধন করে কৃষকদের পরম বন্ধু হয়ে উঠেছেন জাকির হোসেন নামে এক কৃষক। তার উদ্ভাবিত যন্ত্রপাতি ও কলা কৌশলের মাধ্যমে ইঁদুর নিধন করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন।

তিনি কয়েক হাজার ইঁদুর নিধন করেছেন ১৬ বছরে। ইঁদুর নিধনের জন্য তিনি জেলা পর্যায়ে বহু পুরস্কার পেয়েছেন। তিনি এখন সার্বিকভাবে স্থানীয় কৃষকদেরকে ইঁদুরের হাত থেকে ফসল রক্ষা করতে পরামর্শ দিয়ে আসছেন। কৃষক বন্ধু জাকির হোসেন ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের আখরন্দ গ্রামের আলী আকবরের ছেলে। তার পরিবারে ৩ ছেলে ৪ মেয়ে রয়েছে।

জাকির হোসেন জানান, যখনই কৃষকরা তাকে ইঁদুর নিধনের জন্য খবর দিচ্ছেন সেখানেই তিনি ছুটে যাচ্ছেন। ইঁদুরের কবল থেকে ফসল রক্ষার জন্য তিনি সবসময় কৃষকের পাশে থেকে কাজ করছেন।

জানা যায়, ২০০৭ সালে শুরু হয় তার ইঁদুর নিধন কার্যক্রম। স্থানীয়ভাবে প্রথম বছরে ইঁদুর নিধন করে তিনি সবার নজরে আসেন। তার এ ধারাবাহিক কার্যক্রমে গত ১৬ বছরে অন্তত কয়েক হাজার ইঁদুর নিধন করেছেন।

মাঠ পর্যায়ের একজন আদর্শ কৃষক জাকির হোসেন। তিনি মৌসুম অনুযায়ী সবসময় জমিতে নানা জাতের ধান আবাদ করছেন। কিন্তু তিনি দেখতে পান প্রতি বছর তারসহ অন্যান্য কৃষকের ফসল ইঁদুর কেটে নষ্ট করছে। এতে তিনি চিন্তিত হয়ে পড়েন।

আরও পড়ুনঃ গ্রাফটিং বারি-৮ জাতের টমেটো চাষে লাভবান হবিগঞ্জের কৃষক

চোখের সামনে ফসল কেটে ইঁদুর নষ্ট করে ক্ষতি করছে কিন্তু কিছুই করতে পারছেন না। এরপর তিনি জিং দিয়ে ইঁদুর মারার ওষুধ তৈরি করেন। প্রথম প্রথম স্থানীয় লোকজন তাকে নিয়ে বেশ উপহাসও করে। যখন ওই ওষুধের কার্যকর তারা দেখতে পান তখন সবাই ওই ওষুধ জমিতে দেয়া শুরু করেন। তখন ইঁদুর নিধনে তার কাছ থেকে পরামর্শ ও ওষুধ নিতে শুরু করেন।

তিনি আরো জানান, ইঁদুর যা খায় তার চেয়ে ১০ গুণ বেশি খাদ্যদ্রব্য নষ্ট করে। এরপর থেকে তিনি নিজ উদ্যোগে ইঁদুর নিধনে কৌশল উদ্ভাবন করে ইঁদুর মারতে শুরু করেন। তিনি বলেন, আমি ছোটকাল থেকেই কৃষি কাজ করি। কৃষকের ফসল যাতে ইঁদুর নষ্ট করতে না পারে এ জন্য তিনি ইঁদুর নিধন করে কৃষকদেরকে উৎসাহিত করেছেন। এতে করে ফলন বাড়ছে।

তিনি বলেন, আমি ইঁদুরের ডাক ও ভাষা বুঝি। ডাক ও ভাষার মাধ্যমে তাদেরকে ধরা হয়। ইঁদুর নিধন করে এ পর্যন্ত তিনি ৭ বার পুরস্কার পেয়েছেন। চলতি মাসে জাতীয় ইঁদুর নিধন অভিযানে অঞ্চল পর্যায়ে সর্বোচ্চ ইঁদুর নিধন স্বীকৃতি স্বরুপ আঞ্চলিক পর্যায়ে কুমিল্লায় পুরস্কার পান তিনি।

ব্রাহ্মণবাড়িয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুশান্ত সাহা এ ব্যাপারে জানান ফসলের প্রধান শত্রু হলো ইঁদুর। ফসল রক্ষায় সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছেন। কৃষি বিভাগের পরামর্শে জাকির হোসেন ইঁদুর নিধনে ব্যাপক ভূমিকা রেখে কাজের জন্য তিনি স্থানীয়ভাবে পুরস্কৃত হয়েছেন।

এবার যুক্তরাষ্ট্রে ‘১৯৭১ সেই সব দিন’

Previous article

ইইউ’র কাছে জিএসপি সুবিধা চান প্রধানমন্ত্রী

Next article

You may also like

1 Comment

  1. […] আরও পড়ুনঃ ইদুঁর নিধনে ব্রাহ্মণবাড়িয়ায় কৃষকের ব… […]

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

More in কৃষি