আন্তর্জাতিক ইয়েমেনে নৌকা ডুবে ৩৮ জন অভিবাসীর প্রাণহানি By নিজস্ব প্রতিবেদক June 11, 20241 ShareTweet 1 ইয়েমেনে নৌকা ডুবে ৩৮ জন অভিবাসী মারা গেছে। এছাড়া নিখোঁজ রয়েছেন ১০০ জন যাত্রী। স্থানীয় সময় সোমবার (১০ জুন) এ ঘটনা ঘটে। ইয়েমেনের রুদুম জেলার পরিচালক হাদি আল-খুরমা জানান, হর্ন অফ আফ্রিকা থেকে ইয়েমেনের বন্দর শহর এডেনে একটি নৌকা যাচ্ছিলো। এডেনের পূর্বে শাবওয়া গভর্নরেটের তীরে পৌঁছানোর আগেই নৌকাটি ডুবে যায়। আরও পড়ুনঃ নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ প্রদান রাষ্ট্রপতির স্থানীয়রা জানিয়েছে, নিখোঁজদের সন্ধানে উদ্ধারকাজ চলছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত জিবুতি, ইরিত্রিয়া, ইথিওপিয়া এবং সোমালিয়া দেশসমূহ নিয়ে হর্ন অফ আফ্রিকা গঠিত। জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত বছর হর্ন অফ আফ্রিকা থেকে ৯৭ হাজার অভিবাসী ইয়েমেনে পারি জমিয়েছে। সূত্রঃ রয়টার্স
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20231894 views