জাতীয়রাজনীতি ইসি গঠন আইন করে অবৈধভাবে নির্বাচনে জয়ের নীলনকশা করছে আওয়ামীলীগ:- রিজভী By নিজস্ব প্রতিবেদক February 1, 20221 ShareTweet 1 নির্বাচন কমিশন গঠন আইনের সমালােচনা করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এই আইনের মাধ্যমে আগামী নির্বাচনে অবৈধভাবে জয়ী হওয়ার নীলনকশা করছে আওয়ামীলীগ। দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। রিজভী বলেন, যে সার্চ কমিটি করার কথা বলা হচ্ছে সেই কমিটি ইসি গঠনে ক্ষমতাসীনদের অনুসারীদেরকেই খুজে নিবে। এসময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দেয়া বক্তব্যের কড়া সমালােচনা করে রিজভী বলেন, বিএনপি নয়; বরং আওয়ামী লীগই মূলধারার রাজনীতি থেকে সরে গেছে। জনগণ সেটা বােঝে। আপনারা হয়ত ভুলে গেছেন জনগণের শক্তির কথা। এই শক্তি একবার জেগে উঠলে কোনভাবেই থামানাে যাবে না। এসময়, জাতীয়তাবাদী কৃষক দলের নেতাদের মাঝে দায়িত্ব বন্টন কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির শীর্ষ এই নেতা। একইসাথে জনগণকে ঐক্যবদ্ধ করতে নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান, রুহুল কবির রিজভী।
জাকের পার্টির চেয়ারম্যান আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদীর পক্ষ থেকে অসহায় দুঃস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ March 29, 2025194 views
এমবিবিএস-বিডিএস ডিগ্রি ছাড়া নামের আগে ডাক্তার ব্যবহার করা যাবে না : হাইকোর্ট March 13, 2025130 views
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20231895 views