খবরজাতীয় ইসি চাপেও নেই, কারো পক্ষেও নেই : সিইসি By রিপোর্টার October 16, 20221 ShareTweet 1 প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানিয়েছেন, নির্বাচন কমিশন কোনো চাপে নেই, কারো পক্ষেও নেই। রবিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, আমরা কোনো চাপ অনুভব করছি না। আমরা আমাদের কাজ করেছি। সিইসি বলেন, একই ঘটনা আবারও ঘটলে করণীয় কি হবে, তা আগাম কিছু বলতে পারছি না। আর এটা একটা ভিন্ন ধরনের নির্বাচন। এ বিষয়ে এককভাবে আমি কিছু বলতে পারবো না যে, কালকে কী করবো বা আরও কী করবো। এদিকে নির্বাচন কমিশনার মো. আলমগীর জানান, জাতীয় নির্বাচনে ৪২ হাজার কেন্দ্র ও চার লাখ বুথ থাকে। সেটা মনিটরিং করা সম্ভব। এটা আমাদের অনেক বড় আকারে করতে হবে। অনেক লোক নিয়োগ দিতে হবে। সিসিটিভি প্রসঙ্গে সিইসি জানান, আমাদের দায়িত্ব হচ্ছে ভোটার যেন ভোটটা দিতে পারেন সে দায়িত্ব পালন করা। সিসিটিভির প্রচলনটা সাম্প্রতিক। এটা একটা ভালো উদ্যোগ। এর মাধ্যমে এখান থেকে নির্বাচন মনিটরিং করতে পারি। আরও পড়ুন : আগামী ১৫ই অক্টোবর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের সাথে ওয়ার্কশপ করবে ‘অন দ্যা ওয়ে’
‘রাইজিং স্টার চ্যারিটি বাংলাদেশ’ এর উদ্যোগে অসহায় ব্যক্তিবর্গের মাঝে শীতবস্ত্র বিতরণ January 28, 202487 views
শকুন ও রাজনীতির কাক থেকে দেশ বাঁচাতে হবে, বিএনপি’র পতনযাত্রা ডুববে যমুনা বা বুড়িগঙ্গায় : তথ্যমন্ত্রী October 21, 2023212 views
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20231642 views