তথ্য ও প্রযুক্তিবিজ্ঞান

একাউন্ট ছাড়াই চ্যাটজিপিটি সার্চ ব্যবহারের সুযোগ

2
chatgpt uj

ওপেনএআই ঘোষণা দিয়েছে যে, এখন থেকে তাদের এআই সার্চ ইঞ্জিন ব্যবহার করতে সাইন-ইন করার প্রয়োজন হবে না। প্রকাশিত এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, নতুন আপডেটের ফলে চ্যাটজিপিটি এখন আরো সহজলভ্য হয়ে উঠবে।

চ্যাটজিপিটি সার্চ ব্যবহারকারীদের ওয়েব থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে উত্তর প্রদান করবে। সেই সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলোর তালিকাও দেখাবে। গত অক্টোবর মাসে শুধুমাত্র অর্থপ্রদানের ভিত্তিতে চ্যাটজিপিটি সাবস্ক্রাইবারদের জন্য সার্চ ফিচার চালু করা হয়েছিল। পরে ডিসেম্বরে এটি সবার জন্য উন্মুক্ত করা হয়।

আরও পড়ুনঃ চীনে চালু হলো এআই হাসপাতাল

তবে এবার অ্যাকাউন্ট ছাড়াই এটি ব্যবহারের সুযোগ দেওয়ায় গুগল ও বিং-এর মতো সার্চ ইঞ্জিনগুলোর সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামল ওপেনএআই।

এদিকে, এআই-ভিত্তিক উত্তর প্রদানকারী সার্চ ইঞ্জিন পারপ্লেক্সিটিও সাইন-ইন ছাড়াই ওয়েব সার্চের সুবিধা দিচ্ছে। সম্প্রতি তারা ট্রিপ অ্যাডভাইজরের মাধ্যমে সরাসরি হোটেল সম্পর্কিত তথ্য ও রেটিং প্রদর্শনের সুবিধা যুক্ত করেছে।

এই নতুন আপডেটের ফলে চ্যাটজিপিটি সার্চের ইন্টারফেস আরো প্রচলিত সার্চ ইঞ্জিনের মতো হয়ে উঠেছে। যেখানে স্থানীয় দর্শনীয় স্থানগুলোর মানচিত্র, ছবি এবং সংক্ষিপ্ত বিবরণ দেখানোর সুবিধা যুক্ত করা হয়েছে।

উজা/মাসুদুজ্জামান রাসেল

ঋতু পরিবর্তনের এই সময়ে শরীর ভালো রাখতে খান তেঁতুল দিয়ে কাচকি মাছের টক

Previous article

অনলাইন ব্যবসা প্রতিষ্ঠান লাখ ছাড়িয়েছে

Next article

You may also like

2 Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *