ফ্যাশন এবার উল্কাপিণ্ড থেকে তৈরি হলো ব্যাগ By নিজস্ব প্রতিবেদক March 29, 20231 ShareTweet 1 চামড়া বা দামি কোনো কাপড় নয়, এবার মহাজাগতিক বস্তু দিয়ে ব্যাগ বানিয়ে ফ্যাশনের দুনিয়ায় শোরগোল ফেলে দিয়েছে আন্তর্জাতিক এক সংস্থা। ফ্যাশন বলতে প্রথমেই উঠে আসে ফ্রান্সের নাম। প্রতিনিয়ত নতুন নতুন সাজ, পোশাকের নকশা এবং ধরন নিয়ে আসে ইউরোপের এই দেশ। এবার সব কিছুকে পেছনে ফেলে ফ্যাশনের দুনিয়ায় তারা নিয়ে এল মহাকাশকে! ফ্যাশনের সঙ্গে মহাকাশকে মিলিয়ে দিয়ে একটা অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে এক ফরাসি সংস্থা। উল্কাপিণ্ড দিয়ে ব্যাগ বানিয়ে ফ্যাশনের দুনিয়ায় নজর কাড়ল এই সংস্থা। শুনে অবিশ্বাস্য লাগলেও, এটাই বাস্তব। ফ্রান্সের বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, উল্কাপিণ্ড থেকে যে ব্যাগটি তৈরি করা হয়েছে, সেটি ‘লিমিটেড এডিশন’। আরও পড়ুনঃ ত্বকের আর্দ্রতা কমছে কি না ৫ টি লক্ষণেই বুঝবেন ব্যাগটির নাম দেয়া হয়েছে ‘মিনি মিটিওরাইট সোয়াইপ ব্যাগ’। সংস্থাটি জানিয়েছে, উল্কাপিণ্ডের রং কেমন, তার উপরই নির্ভর করবে ব্যাগের রং। তবে প্রাথমিকভাবে সংস্থাটি বাজারে যে ব্যাগ এনেছে তার রং গাঢ় ধূসর। খুব একটা কমও নয় ব্যাগের দাম। ৪০ হাজার ইউরো। বাংলাদেশী টাকায় যা সাড়ে ৪৬ লক্ষ টাকা। ফরাসি সংস্থাটির ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে, কোনো স্বয়ংক্রিয় যন্ত্রের সাহায্যে নয়, প্রতিটি ব্যাগ পুরোপুরি তৈরি করা হয়েছে হাতেই। সংস্থার দাবি, ব্যাগের বরাতের ভিত্তিতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তারা উল্কাপিণ্ড সংগ্রহ করে। তারপর সেই বিরল পাথর বসানো হয় ব্যাগে।
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20231641 views