বিনোদন ওয়েবে এবার ঋতুপর্ণা By নিজস্ব প্রতিবেদক March 21, 20220 ShareTweet 0 ভারতীয় বাংলা ছবির জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা। হিন্দিসহ একাধিক ভাষার ছবিতে অভিনয় করেছেন তিনি। তবে হালের নতুন সংযোজন ওটিটি প্ল্যাটফর্মে দেখা যায়নি তাকে। এ নিয়ে তার অনুরাগীদেরও আক্ষেপ ছিল। এবার সেই আক্ষেপ ঘুঁচতে যাচ্ছে। তাদের প্রিয় অভিনেত্রী অভিনয় করবেন ‘কাল ত্রিঘোরি’ শিরোনামের একটি ওয়েব ফিল্মে। হিন্দি ভাষায় নির্মিত হচ্ছে এটি। এতে তিনি অভিনয় করছেন বলিউড অভিনেতা ও প্রযোজক আরবাজ খানের সঙ্গে। ভৌতিক ঘরানার ছবি এটি।
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20231896 views