খেলা কাতার বিশ্বকাপের নক আউট পর্বের চূড়ান্ত সূচি By নিজস্ব প্রতিবেদক December 3, 20221 ShareTweet 1 আজ থেকে শুরু হচ্ছে কাতার বিশ্বকাপের শেষ ষোলোর লড়াই। বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ের সময়সূচী দেখে নেয়া যাক। বিশ্বকাপের শেষ ষোলোর লড়াই :- ৩ ডিসেম্বর : নেদারল্যান্ডস-যুক্তরাষ্ট্র, রাত ৯টা ৩ ডিসেম্বর : আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া, রাত ১টা ৪ ডিসেম্বর : ফ্রান্স-পোল্যান্ড, রাত ৯টা ৪ ডিসেম্বর : ইংল্যান্ড-সেনেগাল, রাত ১টা ৫ ডিসেম্বর : জাপান-ক্রোয়েশিয়া, রাত ৯টা ৫ ডিসেম্বর : ব্রাজিল-দক্ষিণ কোরিয়া, রাত ১টা ৬ ডিসেম্বর : মরক্কো-স্পেন, রাত ৯টা ৬ ডিসেম্বর : পর্তুগাল-সুইজারল্যান্ড, রাত ১টা আরও পড়ুনঃ মেক্সিকো-কানাডা-যুক্তরাষ্ট্র বিশ্বকাপেও থাকছেন স্কালোনি * রাত ১ টার ম্যাচগুলোর ক্ষেত্রে বোঝার সুবিধার্থে আগের দিনের তারিখ ও বার রাখা হয়েছে।
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20231642 views