খবরসারাদেশ

কুড়িগ্রামে নিখোঁজের দুই দিন পর শিশুর লাশ উদ্ধার

0
কুড়িগ্রামে নিখোঁজের দুই দিন পর শিশুর লাশ উদ্ধার

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের দুই দিন পর এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার সকালে উপজেলার দলদলিয়া ইউনিয়নের পাতিলাপুর মিয়াপাড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে হত্যা করা হয়েছে।

নিহত শিশুটির নাম ফরহাদ মিয়া। ফরহাদ ওই গ্রামের নুর আলম মিয়ার ছেলে। সে খামার মাগুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।

এ বিষয়ে দলদলিয়া ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য দেলোয়ার হোসেন বলেন, গত বৃহস্পতিবার রাতে ফরহাদ নিখোঁজ হয়। এরপর আশপাশের বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। পরে গতকাল শুক্রবার দিনভর মাইকিং করা হয়। আজ সকালে স্থানীয় এক নারী আমনের খেতে এক শিশুর অর্ধগলিত লাশ দেখতে পান। পরে ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে লাশটি ফরহাদের বলে শনাক্ত করে। খবর পেয়ে উলিপুর থানা–পুলিশ আজ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ফরহাদের মা ছাবিনা ইয়াসমিন বলেন, ‘পারিবারিকভাবে কারও সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা আমরা জানি না। ঘটনা তদন্ত করে প্রকৃত অপরাধীদের বিচার চাই।’

৩০ বছর ছদ্মবেশে থেকেও শেষ রক্ষা হলোনা

Previous article

গাইবান্ধা-৫ উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন রিপন

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

More in খবর