ব্যবসা-বাণিজ্যশীর্ষ সংবাদ জুলাই-সেপ্টেম্বরে পোশাক রপ্তানি হয়েছে ৫ বিলিয়ন ডলারের By রিপোর্টার October 16, 20221 ShareTweet 1 চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বরে পশ্চিমা দেশগুলোতে প্রায় ৫ বিলিয়ন মার্কিন ডলারের পোশাক রপ্তানি হয়েছে, জানিয়েছে ইপিবি। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ পরিসংখ্যান বলছে, জুলাই থেকে সেপ্টেম্বর তিনমাসে ইউরোপীয় ইউনিয়নে ৪ দশমিক ৯৪ বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১২ দশমিক ৪৩ শতাংশ বেশি। এছাড়া ইউরোপীয় ইউনিয়নে বৃহত্তম রপ্তানি বাজার জার্মানিতে বাংলাদেশের রপ্তানি তিনমাসে বেড়েছে এক দশমিক ৩৪ শতাংশ। রপ্তানির পরিমাণ এক দশমিক ৫২ বিলিয়ন মার্কিন ডলার। এদিকে স্পেন ও ফ্রান্সে রপ্তানি যথাক্রমে ২১ দশমিক ৩৫ শতাংশ ও ৩৬ দশমিত ৭২ শতাংশ বেড়েছে। ইপিবির তথ্যানুযায়ী, একই সময়ে পোশাকের রপ্তানি কমেছে রাশিয়া, চীন, সংযুক্ত আরব-আমিরাত ও দক্ষিণ আফ্রিকায়। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বাজারেও রপ্তানির বৃদ্ধির হার তুলনামূলক কম। তবে পোল্যান্ডে জুলাই থেকে সেপ্টেম্বর- এ তিনমাসে গত বছরের একই সময়ের তুলনায় রপ্তানি আয় ২৪ দশমিক ৪৯ শতাংশ কমেছে। আরও পড়ুন : আগামী ১৫ই অক্টোবর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের সাথে ওয়ার্কশপ করবে ‘অন দ্যা ওয়ে’
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20231642 views