ই-কমার্স

দেশের প্রথম স্মার্ট ভিলেজ মেলা অনুষ্ঠিত হলো শরীয়তপুরে

0
smrtex 2

বরিশাল ও খুলনা বিভাগের সংযুক্ত ঢাকা বিভাগের জেলা শরীয়তপুরের ডামুড্যায় অনুষ্ঠিত হলো দেশের প্রথম ডিজিটাল ভিলেজ, স্মার্ট ভিলেজ এক্সপো ২০২৩। স্থানীয় উপজেলা কমপ্লেক্স মাঠে শুক্রবার (১৭ মার্চ) দিনব্যাপী অনুষ্ঠিত মেলায় স্থানীয় ও জাতীয় মিলিয়ে মোট ৬৫টি স্টলে অংশ নেয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা। ঐতিহ্যবাহী শতরঞ্জি থেকে শুরু করে ঘরোয়া নকশি, হাতের কাজের কাপড় ও গহনা নিয়ে- ‘অল্টার ক্যানভাস; ‘ডিফরেন্ট বিউটি’, ‘বিবির বসন’, ‘রংধনু বুটিক’; ‘চমক’; ‘জামদানি এক্সপ্রোস’; ‘আমরাই রমণী’ এবং ‘স্বপ্নচাওয়া’র মতো উদ্যোক্তাদের ৩৫ শতাংশই ছিলো নারী উদ্যোক্তা।

মেলার বৈচিত্র্যময়তায় মৃৎশিল্প ও পোড়ামাটির ফ্যাশন নিয়ে মা বাংলার মাটি, ক্র্যাফট ভিশনের পাশাপাশি মেলায় ভেষজ মশলা ও মধু এবং অধিক উৎপাদনশীল সবজি, প্যাকেট মাশরুম এর মতো নানা পণ্য ও সেবার পসরা দৃষ্টি কেড়েছে। মেলায় ছিলো ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিবি ও ইনফোলিংক ছাড়াও মেলায় অংশ নিয়েছিলো মুঠোফোনে নিজেই নিজের ওয়েব সাইট তৈরির দেশীয় সেবা ‘ওয়েবমঞ্জা’। বাদ যায়নি পিঠার আড্ডা-ও। কৃষি-প্রযুক্তি নিয়ে মেলায় হাজির হয়েছিলো ই-পল্লী, ই-ফার্মার, ফসল ডটকম ছাড়াও স্বপ্নকুঁড়ি, আদাবিক, তথ্যআপা, স্থানীয় ১৪টি উদ্যোগ।smrtex 1শিশু দিবস উপলক্ষে মেলা প্রাঙ্গনেই বঙ্গবন্ধুর শৈশব নিয়ে একটি বই নিয়ে মেলায় হাজির হয়েছিলো আই এক্সপ্রেস। পণ্য প্রদর্শনী-বেঁচা-কেনা আর লটারি ড্রয়ের মধ্যে জুমার নামাজ বিরতী বাদে মেলা শেষেও ছিলো দর্শনার্থীদের ভিড়। মেলায় আগতদের বিনামূল্যে ডায়াবেটিস ও রক্তচাপ পরীক্ষাসহ চিকিৎসা সেবা দিয়েছে ‘হেল্থ বন্ধু’। মেলায় পৃষ্ঠপোষক হিসেবে ছিলো দারাজ ও ফুডপ্যান্ডা এবং টেকনোলজি ও পেমেন্ট পার্টনার হিসেবে ছিলো এসএসএল কমার্স। এসএসএল কমার্স মেলায় তাদের বাংলা কিউআর পেমেন্ট নিয়ে কাজ করে। যাতে এসএমই/এমএসএমই উদ্যোক্তা কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করতে সক্ষম হবে এবং দ্রুত ক্যাশলেস ঝামেলাহীন ডিজিটাল পেমেন্ট হয়। এছাড়াও পার্টনার হিসেবে ছিল একবাজ।

মেলা ঘুরে দেখে উদ্যোগটি দেশের প্রতিটি গ্রামে ছড়িয়ে দিতে উদ্যোক্তাদের প্রতি আহবান জানান বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। কৃষিতে প্রযুক্তির টেকসই ব্যবহারের মাধ্যমে শরীয়তপুরের প্রতিটি গ্রামকে স্মার্ট গ্রামে রূপান্তরের প্রতিশ্রুতি ব্যক্ত করেন স্থানীয় সংসদ সদস্য নাহিম রাজ্জাক।

আরও পড়ুনঃ ই-কমার্স নিয়ে এবার অনলাইনে ওয়ার্কশপ করতে যাচ্ছে ‘ই-ক্যাব ইয়ুথ ফোরাম’

বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি) এবং ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত মেলা বিষয়ে সাংবাদিকেদের অবহিতকরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি বিষয়ক) মোঃ আখতার হোসেন, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক জনাব ড. মফিজুর রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বিপিসি এর কো-অর্ডিনেটর মোঃ আবদুর রহিম খান, শরীয়তপুরের জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান, দারাজের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সৈয়দ মোস্তাহিদল হক, ফুডপাণ্ডার ব্যবস্থাপনা পরিচালক সৈয়দা আম্বারীন রেজা ও ই-ক্যাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল ওয়াহেদ তমাল।

ডামুড্যা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবা খানের সভাপতিত্বে সন্ধ্যায় সরকারি আব্দুর রাজ্জাক কলেজ মাঠে অনুষ্ঠিত হয় মুঠোফোনেই স্বাস্থ্যসেবা দেয়ার কিউআরকোড ভিত্তিক এনএফসি প্রযুক্তির ব্যক্তিক্রমী উদ্যোগ ‘চিকিৎসা’ অ্যাপ। এর উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি।

ওষুধ লিমিটেড ও এসএএফই এর যৌথ উদ্যোগে কৃতি নারী সম্মাননা অনুষ্ঠান সম্পন্ন

Previous article

‘ই-ক্যাব ইয়ুথ ফোরাম’র ই-কমার্স বিষয়ক অনলাইন ওয়ার্কশপ অনুষ্ঠিত

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *