খবর দেশে দূর্যোগ হ্রাস পাচ্ছে:- ত্রাণ প্রতিমন্ত্রী By নিজস্ব প্রতিবেদক February 3, 20220 ShareTweet 0 দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমিন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান বলেছেন , জননেত্রী শেখ হাসিনার আমলে মানুষের সচেনতা বৃদ্ধি পাওয়ায় এবং দেশ এগিয়ে যাওয়ায় দূর্যোগ হ্রাস পাচ্ছে। পাশাপাশী দেশে দরিদ্র জনগোষ্টির বহুমুখী কর্মসংস্থান সৃষ্টি হওয়ায় অভাব-অনটন অনেকটা কমে গেছে। মরা কার্তিকে আর চরাঞ্চলে মঙ্গা হয়না। সেই মঙ্গাকে এখন আমাদের প্রধানমন্ত্রী জাদুঘরে পাঠিয়েছেন । প্রতিমন্ত্রী অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসুচির আওতায় শ্রমিক নিয়োগের স্বচ্ছতার জন্য শুধু অগ্রধিকার তালিকা থেকে শ্রমিক বাছাই না করে নিরপেক্ষ তালিকা প্রস্তুত করতে বলেন। একই সাথে তিনি মাদারগঞ্জের উন্নয়নে তাঁর মন্ত্রণালয়ের পক্ষ থেকে সহযোগীতার আশ্বাস প্রদান করেন। ৩ ফেব্রুয়ারি ২০২২: প্রতিমিন্ত্রী বৃহস্পতিবার সকালে মাদারগঞ্জ- সারিয়াকান্দি নৌঘাটের রাস্তা পরিদর্শন শেষে মাদারগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তৃতাকালে এসব কথা বলেন । জামালপুরের জেলা প্রসাশক মুর্শেদা জামান এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণালয়ের সচিব মোঃ কামরুল হাসান, জেলা পরিশদ চেয়ারম্যান ফারুক আহম্মেদ চৌধুরী, মাদারগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ ওবায়দুর রহমান বেলাল,মাদারগঞ্জ পৌর মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির। মতবিনিময় সভার আগে প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান এম,পি, মির্জা আজম এবং দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণালয়ের সচিব মোঃ কামরুল হাসান মাদারগঞ্জ- সারিয়াকান্দি সড়কটি পরিদর্শন করেন।
‘রাইজিং স্টার চ্যারিটি বাংলাদেশ’ এর উদ্যোগে অসহায় ব্যক্তিবর্গের মাঝে শীতবস্ত্র বিতরণ January 28, 20240
শকুন ও রাজনীতির কাক থেকে দেশ বাঁচাতে হবে, বিএনপি’র পতনযাত্রা ডুববে যমুনা বা বুড়িগঙ্গায় : তথ্যমন্ত্রী October 21, 20230
পশ্চিমাদের অবস্থান সাহস যোগাচ্ছে বললেও আসলে বিএনপির আন্দোলনে কারো সমর্থন নেই : তথ্যমন্ত্রী October 17, 202373 views
ফিলিস্তিন ইস্যুতে নিশ্চুপ থাকাই প্রমান করে বিএনপি ইসরাইলের পক্ষে : তথ্যমন্ত্রী October 16, 2023209 views
ফিলিস্তিনিদের পক্ষে সমাবেশ নিষিদ্ধ করে ইউরোপের দেশগুলো মতপ্রকাশে হস্তক্ষেপ করছে : তথ্যমন্ত্রী October 14, 2023215 views
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20231641 views