বিনোদন

পলাশ এর তীরন্দাজ!

0
palash

সময়ের জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ নতুন একটি ওয়েব সিরিজে অভিনয় করলেন। সিরিজটি নির্মাণ করেছেন ‘ন ডরাই’ খ্যাত নির্মাতা তানিম রহমান অংশু। ৫ পর্বের এই সিরিজের নাম ‘তীরন্দাজ’। এতে আরও অভিনয় করেছেন খায়রুল বাশার, রোদসী, মীর রাব্বী, শহীদুল আলম সাচ্চু প্রমুখ।

ওটিটি প্ল্যাটফরম বায়োস্কোপের জন্য নির্মিত এই সিরিজে উঠে আসবে গ্ল্যামার ওয়ার্ল্ডের নানা বিষয়। উঠে আসবে শিল্পী-সাংবাদিকের মধ্যে সম্পর্কটাও। চলতি মাসের শেষ সপ্তাহে সিরিজটি উন্মুক্ত হওয়ার কথা রয়েছে। এর আগে, শংখ দাশগুপ্তের পরিচালনায় জনপ্রিয় ওটিটি প্ল্যাটফরম ‘হইচই বাংলাদেশ’ নির্মিত ওয়েব সিরিজ ‘বলি’ তে অভিনয় করে প্রশংসা কুড়ান পলাশ।

সেই ধারাবাহিকতায় তার নতুন এ সিরিজটিতে যুক্ত হওয়া। পলাশ ভক্তরা যে এই সিরিজের জন্য অধীর অপেক্ষায় থাকবেন তা বলার অপেক্ষা রাখে না। পলাশ বলেন, খুব সুন্দর গল্প নিয়ে এটি তৈরি হয়েছে। আমার চরিত্রটিও চ্যালেঞ্জিং। আশা করছি সিরিজটি উন্মুক্ত হলে ভালো লাগবে দর্শকদের।

উইকিপিডিয়াতে চলছে একুশে নিবন্ধ প্রতিযোগিতা

Previous article

১৫ তম ‘আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব বাংলাদেশ’ শুরু

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *