বিনোদন পাটের শাড়িতে অভিনব সাজে মনামী By নিজস্ব প্রতিবেদক August 7, 20220 ShareTweet 0 স্টার জলসায় শনিবার থেকে শুরু হয়েছে ‘ডান্স ডান্স জুনিয়র সিজন থ্রি’। আর প্রথম দিনেই অভিনব পোশাকে নজর কাড়লেন শো-এর অন্যতম বিচারক ও অভিনেত্রী মনামী ঘোষ। এর আগেও একাধিকবার মনামীর ফ্যাশন, স্টাইল স্টেটমেন্ট প্রশংসিত হয়েছে। এবার পাট দিয়ে তৈরি শাড়ি পরে তাক লাগালেন এই অভিনেত্রী। সেই সাথে এই শাড়ি পরেই ‘বেলাশুরু’-র ‘টাপা টিনি’ গানে নেচে মঞ্চ মাতালেন তিনি । সম্প্রতি, মনামী নিজের এই অভিনব সাজের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। পাশাপাশি এই সাজের মধ্যে দিয়ে বাংলার পাট শিল্পীদের কুর্নিশ জানিয়েছেন তিনি। ক্যাপশনে লেখেন, “বাঙালি জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ পাট শিল্প। এই সাজের মাধ্যমে পাট শিল্পের সেই সমস্ত কারিগরকে কুর্নিশ, যাঁরা দিনরাত পরিশ্রম করে এই শিল্পটিকে বাঁচিয়ে রেখেছেন এবং আমাদের সমৃদ্ধ করেছেন।”
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20231642 views