বিনোদন বধূবেশে নজর কাড়লেন নায়িকা রোজিনা By নিজস্ব প্রতিবেদক October 8, 20221 ShareTweet 1 লাল রঙের পোশাক, চোখে কাজল, কানে দুল, চুলগুলো দু’কাঁধে আলগা করে ছেড়ে দেয়া। চোখে-মুখে হাসির ঢেউ, এমন রূপে ক্যামেরাবন্দি হয়েছেন আশির দশকের জনপ্রিয় নায়িকা রোজিনা। একেবারে চোখ-ধাঁধানো গেটআপ যাকে বলে। নতুন ছবিতে আবারো সকলের নজর কাড়লেন এ নায়িকা। তার সৌন্দর্যের রূপ এই বয়সেও হারাননি তা ফটোশুটে ফুটে উঠেছে। একটি ফ্যাশন হাউজের ফটোশুটের জন্য এমনরূপে ক্যামেরাবন্দি হয়েছেন রোজিনা। ফটোশুটের কোরিওগ্রাফি করেছেন তানজিল জনি। তিনি বলেন, অনেকদিনের ইচ্ছা ছিল চিত্রনায়িকা রোজিনা ম্যাডামকে নতুন একটা লুকে নিয়ে আসবো। অবশেষে সেই কাজটি করতে পারলাম। এমন গুণী অভিনেত্রীর সঙ্গে কাজ করতে পেরে বেশ তৃপ্তি লাগছে। আরও পড়ুনঃ সিনেমা দেখেই মালদ্বীপ ভ্রমণের সুযোগ লাল রঙের লেহেঙ্গায় এর আগেও নববধূ বেশে ক্যামেরাবন্দি হয়ে ৬৬ বছর বয়সে নজর কেড়েছিলেন এই নায়িকা। গেল বছরের ডিসেম্বরে সেই ছবিটি সামাজিক মাধ্যমে বেশ ভাইরালও হয়েছিলো। এদিকে প্রথমবারের মতো চলচ্চিত্র পরিচালনা করছেন রোজিনা। সিনেমাটির নাম ‘ফিরে দেখা’। সরকারি অনুদানের এ সিনেমায় অভিনয় করছেন ইলিয়াস কাঞ্চন, নিরব ও অর্চিতা স্পর্শিয়াসহ অনেকে। অভিনয় করছেন রোজিনা নিজেও। শিগগিরই মুক্তি পাবে সিনেমাটি।
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20231642 views