আন্তর্জাতিকখবরশীর্ষ সংবাদ বন্যাকবলিত পাকিস্তান পরিদর্শনে জাতিসংঘ মহাসচিব By রিপোর্টার September 10, 20220 ShareTweet 0 পাকিস্তানের বন্যাকবলিত স্থান পরিদর্শন করতে ২ দিনের সফরে পাকিস্তান গিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এসময় গুতেরেস এক টুইট বার্তায় বলেছেন, তিনি প্রয়োজনের সময় জনগণের পাশে থাকবেন। আন্তর্জাতিক সমর্থন জোগাড় করতে ও জলবায়ু পরিবর্তনের বিপর্যয়কর প্রভাবের বিষয়টি তুলে ধরতে চেষ্টা করবেন তিনি। পাকিস্তানের কর্মকর্তারা আশা করছেন, জাতিসংঘ মহাসচিবের সফরের ফলে দেশটিতে বন্যার ফলে সৃষ্ট মানবিক সংকটের জন্য বিশ্বব্যাপী সমর্থন বাড়বে। বর্ষা মৌসুমে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় দেশটির এক–তৃতীয়াংশ অঞ্চল ডুবে গেছে। দেশটির সরকারি কর্মকর্তারা বলছেন, বন্যায় অবকাঠামোর যে ক্ষতি হয়েছে, তা ঠিক করতে ১০ বিলিয়ন মার্কিন ডলার লাগবে। এদিকে অর্থনৈতিক দুর্দশায় থাকা পাকিস্তানের জন্য এ অর্থ জোগাড় করা অসম্ভব।
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20231642 views