কম্পিউটারতথ্য ও প্রযুক্তি বৃদ্ধি পেয়েছে ব্যাংকিং ট্রোজানের দৌড়ত্ব By রিপোর্টার October 15, 20220 ShareTweet 0 গত কয়েক বছরে ব্যাঙ্কিং ট্রোজানের বাড়বাড়ন্ত বেড়েছে আরও কয়েকগুণ। বর্তমানে দের প্রায় সবকাজেই ডিজিটাল পেমেন্ট সিস্টেম ব্যবহার করতে হয়, তাই ডিজিটাল প্রতারকদের কাছে সুবর্ণ সুযোগ চলে আসে মানু্ষকে ঠকিয়ে টাকা চুরি করার। এই সুযোগে সাইবার ক্রিমিনালরা সাধারণ মানুষের ডিভাইসে বিভিন্ন ধরনের শক্তিশালী ট্রোজান ব্যবহার করে তাদের সমস্ত পার্সোনাল ডিটেইলস হাতিয়ে নেয়। যারা জানেন না ট্রোজান কি জিনিস, ট্রোজান হল এক ধরনের কোড বা সফটওয়্যার, যেটি দেখতে বৈধ (legit) মনে হলেও এই কোড বা সফটওয়্যার গ্রাহকদের স্মার্টফোন, কম্পিউটার বা ল্যাপটপের কন্ট্রোল নিয়ে নিতে পারে। এই কোডগুলি বানানোই হয়েছে ডেটা চুরি, নষ্ট ও বিপর্যস্ত করার জন্য। স্মার্টফোনের ক্ষেত্রে এটি একটি অ্যাপ যা চুপচাপ নিজেদের কাজ চালিয়ে যায় এবং ডিভাইসের সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন কালেক্ট করে নেয়। রাশিয়া এর সাইবার সিকিউরিটি ফার্ম ক্যাসপারস্কাই জানায়, ২০২১ সালে মোট ৯৭ হাজার নতুন মোবাইল ব্যাঙ্কিং ট্রোজান আবিষ্কার হয়। আরও পড়ুন: হোয়াটসঅ্যাপের চ্যাট আড়াল করতে যা করবেন
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20231642 views