ব্যবসা-বাণিজ্য মেরাকি এস-৭, সস্তা এই ইলেকট্রিক সাইকেলে আছে যত ফিচার By রিপোর্টার October 15, 20220 ShareTweet 0 চোখ ধাঁধানো ফিচার নিয়ে মেরাকি মডেলের পর মেরাকি এস-৭ এখন বাজার দখল করছে, নাইন্টি ওয়ান সাইকেল এর দ্বিতীয় ই-বাইকটিতে রয়েছে অরিজিনাল মেরাকি এর সমস্ত ফিচার। নতুন ই-বাইকটির দাম ৩৪৯৯৯ টাকা রাখা হয়েছে। জানা গেছে, ‘গ্রাহকরা কোনো এক্সট্রা চার্জ ছাড়াই ফ্লেক্সিবেল রিপেয়মেন্ট টেনর পছন্দ করতে পারবেন। জিরো ডাউন পেমেন্ট পলিসি এমন কিছু প্রোডাক্টকে কভার করে, যা পার্চেসের সময় করা বিশাল ডিপোসিটের থেকে ছাড় পায়।’ কোম্পানিটি জানিয়েছে, ‘মেরাকি এস-৭ -এর সাথে, আমাদের উদ্দেশ্য হল একটি ওয়েল-ডিজাইন, ইঞ্জিনিয়ারিং এর নেতৃত্বে ই-বাইক ইন্ট্রোডিউস করা, যাতে এর গ্রাহকরা প্রতিদিন ৪০ কিমি রাইড করার দাবি পূরণ করতে পারেন।’ কর্মকর্তারা বলছেন, ‘আমরা নিশ্চিত যে নতুন মেরাকি এস-৭ এর যোগ, আমাদের ই-বাইক পোর্টফোলিওকে শক্তিশালী করবে এবং গ্রাহকদের অভিজ্ঞতা আরও বাড়িয়ে তুলবে। লক এবং কি গাড়িটিকে টেম্পার-প্রুফ করে তোলে এবং ই-ব্রেক এবং থ্রোটল, সেফটি এবং কম্ফোর্ট ইনেবেল করবে।” আরও পড়ুন: হোয়াটসঅ্যাপের চ্যাট আড়াল করতে যা করবেন
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20231642 views