আন্তর্জাতিকখবর রাজতন্ত্র নিয়ে পুনরায় বিতর্ক চান না ট্রুডো By রিপোর্টার September 19, 20220 ShareTweet 0 কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ব্রিটিশ রাজতন্ত্র নিয়ে সাংবিধানিক বিতর্ক পুনরায় শুরু করতে অস্বীকৃতি জানিয়েছেন। গত ৮ সেপ্টেম্বর রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর, ১৮৬৭ সালে স্বাধীন হওয়া কানাডায় রাজতন্ত্রের ভূমিকা নিয়ে আবারো বিতর্ক শুরু হওয়ার প্রেক্ষাপটে ট্রুডো রোববার তার এ মত ব্যক্ত করেন। প্রাক্তন ১৪টি উপনিবেশগুলির অন্যতম কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ব্রিটিশ রাজতন্ত্রের অধীন। আরও পড়ুনঃ রানি অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে লন্ডনে বাইডেন এলিজাবেথের শেষকৃত্যের প্রাক্কালে লন্ডনে রেডিও-কানাডাকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রুডো বলেন, “আমার জন্য, এটি কোনো অগ্রাধিকার নয়। এমনকি এটি এমন কিছু নয় যা আমি আলোচনা করার কথা বিবেচনা করি। বিশ্বের সেরা, সবচেয়ে স্থিতিশীল, এমন একটি পদ্ধতিতে গভীর পরিবর্তন আনা আমার জন্য এখন ভালো হবে না।” তবে ইপসোস পরিচালিত জরিপ অনুসারে, রাজতন্ত্র থাকা না থাকা নিয়ে গণভোট চায় ৫৮ শতাংশ কানাডিয়ান। এদের সংখ্যা আগের বছরের তুলনায় পাঁচ শতাংশ বেড়েছে। জরিপে দেখা গেছে, মাত্র ৪৪ শতাংশ কানাডিয়ান এলিজাবেথের উত্তরসূরি রাজা চার্লস সম্পর্কে অনুকূল মতামত দিয়েছেন। বৃটিশ রাজ স্বয়ংক্রিয়ভাবে কানাডার রাষ্ট্রপ্রধান।
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20231642 views