আন্তর্জাতিকখবর রানির শেষকৃত্যে আমন্ত্রণ পায়নি ৩ দেশ By রিপোর্টার September 14, 20220 ShareTweet 0 ইউক্রেনে মস্কোর আগ্রাসনের জেরে রাশিয়া, মিয়ানমার এবং বেলারুশের কোনও প্রতিনিধিকে রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে আমন্ত্রণ জানায়নি যুক্তরাজ্য। লন্ডনে ব্রিটিশ সরকারের কার্যালয় হোয়াইটহলের এক কর্মকর্তা মঙ্গলবার একথা জানিয়েছেন। যুক্তরাজ্য ও এর পশ্চিমা মিত্র দেশগুলো রাশিয়া এবং এর মিত্র দেশ বেলারুশকে বিশ্ব মঞ্চ থেকে বিচ্ছিন্ন করে রাখতে চেয়েছে নিষেধাজ্ঞা আরোপসহ অন্যান্য আরও পদক্ষেপের মধ্য দিয়ে। এছাড়া রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নির্যাতন, নিপীড়নের কারণে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারের ওপরও যুক্তরাজ্য নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং রোহিঙ্গাদের প্রতি সমর্থন জোরদার করেছে। একারণে, রাশিয়া, বেলারুশ বা মিয়ানমারের কোনও প্রতিনিধিই রানির শেষকৃত্যে অংশ নিতে পারছেন না। যেসব দেশের সঙ্গে যুক্তরাজ্যের কূটনৈতিক সম্পর্ক আছে, সেসব বেশিরভাগ দেশের রাষ্ট্রপ্রধানই রানির শেষকৃত্যে অংশ নেওয়ার আমন্ত্রণ পেয়েছেন। লন্ডনে রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে প্রায় ৫০০ বিদেশি বিশিষ্ট ব্যক্তিবর্গ যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20231642 views