খবর শীতার্তদের মাঝে মুক্তিযোদ্ধার সন্তানদের শীতবস্ত্র বিতরণ By নিজস্ব প্রতিবেদক February 3, 20220 ShareTweet 0 সিলেটে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে মুক্তিযোদ্ধার সন্তানদের সংগঠন ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান (আমুস)’। কেন্দ্রীয় কমিটির সহায়তায় সিলেট জেলা, মহানগর, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ও এমসি কলেজ শাখার যৌথ আয়োজনে আজ শীতার্তদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শতাধিক শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন। ঢাকা, ৩ ফেব্রুয়ারি, ২০২২: অনুষ্ঠানে মতিয়ার রহমান হাওলাদার বলেন, মুক্তিযোদ্ধারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জীবনবাজি রেখে এদেশের মানুষের জন্য একটি মানচিত্র ও লাল সবুজের পতাকা এনেছে। এই পতাকা ও ভূখন্ড রক্ষার দায়িত্ব এখন সন্তানদের। মুক্তিযোদ্ধার সন্তানদের তিনি পিতার মতো দেশপ্রেম নিয়ে দেশের মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান। আমরা মুক্তিযোদ্ধার সন্তান সিলেট জেলা শাখার সভাপতি মো. আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, প্রক্টর ড. তরিকুল ইসলাম রানা। সংগঠনের সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ডাঃ আবুল বাশার জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট প্রফেসর ড. আঞ্জুমান আরা, নিরাপত্তা কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. আব্দুল মালেক , আমুস সিকৃবি শাখার উপদেষ্টা ড. বাসুদেব পাল, শাহিদুর রহমান চৌধুরী, সিকৃবি অফিসার পরিষদের সাধারণ সম্পাদক ডাঃ ফকর উদ্দিন, অতিরিক্ত রেজিস্ট্রার শারমিন নাহার, মোঃ মাকসুদুর রহমান, কৃষিবিদ মনোয়ারুল ইসলাম, কৃষিবিদ দেবাশীষ সাহা, ডা. আফরাদুল ইসলাম, নিরাপত্তা কর্মকর্তা কৃষিবিদ কামরুল ইসলাম, কৃষিবিদ সুমিত সরকার, ডা. ঋতিক দেব অপু, কৃষিবিদ সৌরভব্রত দাস, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক নুরে আলম, এমসি কলেজ আমুসের সভাপতি ইমতিয়াজ আহমেদ, আব্দুল্লাহ আল-সাদ ও সৌম্য সরকার।
‘রাইজিং স্টার চ্যারিটি বাংলাদেশ’ এর উদ্যোগে অসহায় ব্যক্তিবর্গের মাঝে শীতবস্ত্র বিতরণ January 28, 20240
শকুন ও রাজনীতির কাক থেকে দেশ বাঁচাতে হবে, বিএনপি’র পতনযাত্রা ডুববে যমুনা বা বুড়িগঙ্গায় : তথ্যমন্ত্রী October 21, 2023211 views
পশ্চিমাদের অবস্থান সাহস যোগাচ্ছে বললেও আসলে বিএনপির আন্দোলনে কারো সমর্থন নেই : তথ্যমন্ত্রী October 17, 202373 views
ফিলিস্তিন ইস্যুতে নিশ্চুপ থাকাই প্রমান করে বিএনপি ইসরাইলের পক্ষে : তথ্যমন্ত্রী October 16, 2023209 views
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20231641 views