রসুইঘর সহজেই তৈরী করুন পুলি পিঠা By নিজস্ব প্রতিবেদক February 5, 20220 ShareTweet 0 শীতের পিঠার আয়োজনে পুলি পিঠা থাকবে না, তাই কি হয়! পুলি পিঠা কিন্তু আবার নানা ধরনের হয়। একেক পুলির একেক নাম, স্বাদেও ভিন্ন। সেসব পিঠা তৈরির পদ্ধতিও এক নয়। শীতের বিকেলে আড্ডা বা আয়োজন জমাতে পুলি পিঠার জুড়ি নেই। আজ চলুন জেনে নেওয়া যাক ভাজা পুলি পিঠা তৈরির রেসিপি- উপকরণ চালের গুঁড়া: ২ কাপ লবণ: পরিমাণমতো দুধ: ১ কাপ নারিকেল: ১টি গুড়: ১ কাপ এলাচ: ৩-৪টি প্রস্তুত প্রণালী প্রথমে নারিকেল ও গুড় দিয়ে জ্বাল দিন। এবার তাতে এলাচ দিয়ে নাড়ুন। আঠালো হলে নামিয়ে নিন। পাতিলে দুধ ও লবণ দিয়ে জ্বাল দিন। বলক উঠলে চালের গুঁড়া দিয়ে খামির তৈরি করুন। এবার খামির ময়ান করে পাতলা রুটি বানিয়ে পিঠার ছাঁচে রেখে এর মধ্যে নারিকেল দিয়ে চাপ দিয়ে কেটে নিন। এরপর তেলে ভেজে তুলে নিন এবং পরিবেশন করুন।
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20231641 views