খেলা

সহজেই সপ্তমবারের মতো শিরোপা জয় ভারতীয় নারীদের

0
শিরোপা জয়

বাংলাদেশের ৪ বছরের শ্রেষ্ঠত্বের সমাপ্তি হলো, ২০১৮ সালে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপ জিতেছিলেন সালমারা। এবারের আসরের ফাইনালে সহজ জয়ে সপ্তমবারের মতো শিরোপা ভারতীয় নারীদের।

সিলেটে এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে সহজ জয়ে ৮ আসরের ৭ শিরোপাই দখলে নিলো ভারতীয় নারীরা।

এর আগে ২০০৪, ২০০৫-০৬, ২০০৬, ২০০৮, ২০১২ ও ২০১৬ সালে এশিয়া কাপ শিরোপা জয় করে ভারত। এবার সপ্তম শিরোপা। ৪টি টি২০ সংস্করণের, আর ৩টি ওয়ানডে সংস্করণের। শ্রীলঙ্কান নারীরা এ নিয়ে পঞ্চমবার হারলো ফাইনালে।

ফাইনালে আগে ব্যাট করতে নেমে নয় রানের মধ্যে চারটি উইকেট হারিয়ে বসে লংকানরা। রেনুকা সিং (৩/৫), রাজেশ্বরি গায়কোয়াড় (২/১৬) ও স্নেহ রানার (২/১৩) অবিশ্বাস্য বোলিংয়ের মুখে একটি পর্যায়ে ৪৩ রানে ৯ উইকেট হারায় সিংহলিজ নারীরা।

এরপর দশম উইকেটে ইনোকা রানাবীরা (১৮*) ও অচিনি কুলাসুরিয়ার (৬*) দৃঢ়তায় নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ৬৫ রান তুলতে সমর্থ হয় শ্রীলংকা।

লক্ষ্য ছোট হলেও ৩৫ রানের মধ্যে সেফালি ভার্মা ও জেমিমাহ রদ্রিগেজের উইকেট হারালেও ভারতকে ৬৯ বল বাকি থাকতেই জয় এনে দেন স্মৃতি মান্দানা।

তিনি মাত্র ২৫ বলে ৫১ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। অধিনায়ক হারমানপ্রিত কউর অপরাজিত ছিলেন ১১ রানে।

আরও পড়ুন: পিএসজির ছাড়ার ইঙ্গিত দিলেন এমবাপ্পে

‘বড় হামলার পরিকল্পনা নেই, শেষ হচ্ছে রিজার্ভ সেনাদের তলবও’

Previous article

ব্রুনাইয়ের সুলতান এখন ঢাকায়

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

More in খেলা