খবর সাংবাদিক হাবীবের মৃত্যুর তদন্ত দাবি By নিজস্ব প্রতিবেদক January 28, 20220 ShareTweet 0 ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সাংগঠনিক সম্পাদক ও সময়ের আলোর সিনিয়র রিপোর্টার হাবীবুর রহমানের মৃত্যুর রহস্য উদ্ঘাটন ও তদন্তের দাবি জানিয়েছে সাংবাদিকেরা। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে কুমিল্লা সাংবাদিক ফোরাম আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়। হাবীবের মৃত্যুর রহস্য উদ্ঘাটনে ডিআরইউর সাংবাদিকদের নিয়ে একটি কমিটি করার দাবি জানিয়ে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ক্র্যাব) সাবেক সভাপতি মিজান মালিক বলেন, ‘হাবীবের মৃত্যুর রহস্য জানার জন্য সাংবাদিকদের নিয়ে একটি কমিটি করা উচিত। তাঁর মৃত্যুর রহস্য বের করতে সাংবাদিকেরা সমন্বয় করবেন। তারা সরকারের বিভিন্ন দপ্তরে বিষয়গুলো অবহিত করবেন। এতে সড়ক দুর্ঘটনায় এ ধরনের আরও অনেক রহস্য উদ্ঘাটিত হবে।’ মানববন্ধনে সিনিয়র সাংবাদিক সোহেল সানি বলেন, ‘হাবীবুর রহমানের মৃত্যুর রহস্য তৈরি হয়েছে। আমরা মনে করি তাঁর মৃত্যু স্বাভাবিক মৃত্যু নয়। এটি হয়তো সুপরিকল্পিত হত্যাকাণ্ড। আর যদি এমনটি হয় তাহলে বিষয়টি উদ্বেগজনক।’ ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি নজরুল ইসলাম মিঠু বলেন, ‘হাবীবের মৃত্যু আমরা মেনে নিচ্ছি। কিন্তু তাঁর মৃত্যু কীভাবে হলো সেই তথ্যও আমাদের জানার অধিকার আছে। আমরা কোনো তৎপরতা দেখতে পাইনি সরকারের কোনো মহল থেকে। যদি সড়কের ত্রুটির কারণে হয়ে থাকে সেটি প্রকাশ করে ব্যবস্থা নেওয়া উচিত।’ ডিআরইউর সাবেক সভাপতি মোরসালীন নোমানী বলেন, ‘হাবীবের মৃত্যু আমাকে ব্যথিত করেছে। এভাবে তাঁর অকালে চলে যাওয়া মেনে নেওয়া কষ্টকর। তাঁর মৃত্যুর রহস্য রয়েছে। তাই আমি আইনশৃঙ্খলা বাহিনী বা গোয়েন্দা সংস্থার কাছে দাবি জানাই, সে কীভাবে মারা গেল তা যেন প্রকাশ করা হয়। সে সড়ক দুর্ঘটনায় মারা গেছে নাকি হত্যা করা হয়েছে তা জানা দরকার। এক সপ্তাহ হয়ে গেছে তাঁর মৃত্যুর কোনো তথ্য পাওয়া যায়নি। এটি হতাশাজনক। তাই সাংবাদিকদের আহ্বান জানাই এই ঘটনা নিয়ে যেন প্রতিবেদন করা হয়।’ মানববন্ধনে কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার কার্যনির্বাহী সদস্য কামরুজ্জামান বাবলুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ডিআরইউর সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিব, কুমিল্লা সাংবাদিক সমিতির সভাপতি শরীফুল ইসলাম, সমকালের সিনিয়র রিপোর্টার অমরেশ রায়, কুমিল্লা সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন জসিম, ডিআরইউর অর্থ সম্পাদক এস এম কালাম, দপ্তর সম্পাদক রফিক রাফি, কার্যনির্বাহী সদস্য মাহমুদুল হাসান, সোলাইমান সালমান, এসকে রেজা পারভেজ, সাবেক তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক আবদুল হাই তুহিন প্রমুখ। প্রসঙ্গত, ১৯ জানুয়ারি রাত দুইটার দিকে রাজধানীর হাতিরঝিলে ‘মোটরসাইকেল দুর্ঘটনায়’ নিহত হন হাবীবুর রহমান। ঢাকা মেডিকেল কলেজে ময়নাতদন্ত শেষে তার লাশ গ্রামের বাড়ি কুমিল্লায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
সাংবাদিকদের নিরাপত্তা এবং নাগরিক পরিসরে অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিত করতে হবে : ভয়েস September 30, 20250
ঢাকাস্থ মুন্সীগঞ্জ-বিক্রমপুর সাংবাদিক ফোরামের সভাপতি সাহাদাৎ রানা ও সাধারণ সম্পাদক সৈকত সাদিক April 21, 2025101 views
জাকের পার্টির চেয়ারম্যান আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদীর পক্ষ থেকে অসহায় দুঃস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ March 29, 2025196 views
জেসিআই বাংলাদেশ কর্তৃক আয়োজিত রমজান উপলক্ষে বিশেষ উদ্যোগ “ইফতার হোক সবার” কর্মসূচী March 8, 2025139 views
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20231900 views