পর্যটনভ্রমণ সাজেকে সব রিসোর্ট ও কটেজ বন্ধ By নিজস্ব প্রতিবেদক February 4, 20220 ShareTweet 0 রাঙ্গামাটির বাঘাইছড়িতে ৭ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন থাকায় ৬ ও ৭ ফেব্রুয়ারি দুইদিন সাজেকের সকল রিসোর্ট ও কটেজ এবং যান চলাচল বন্ধ থাকবে। উপজেলা প্রশাসন নির্দেশনা চালু করেছে। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বিকাল ৪ ঘটিকায় বিষয়টি নিশ্চিত করেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম। তিনি বলেন, নির্বাচন উপলক্ষে এই নির্দেশনা দেয়া হয়েছে। আগামী ৮ ফেব্রুয়ারি দুপুর ১২ টার পর থেকে যথারীতি সব উন্মুক্ত থাকবে। ভোটারদের নিরাপত্তা ও যাতায়াত সুগম করতে প্রশাসনের এই নির্দেশনাকে আমরা গুরুত্বের সঙ্গে নিয়ে আগামী দুই দিন সকল বুকিং বাতিল করেছি। আমরা প্রশাসনের নির্দেশনা মেনে অগ্রিম বুকিং বাতিল করেছি। পরবর্তীতে বুকিং দেয়া পর্যটকদের সাথে যোগাযোগ করে সমন্বয় করা হবে। সাজেক থানার ওসি নুরুল আনোয়ার বলেন, ৫ তারিখ সন্ধ্যার পর থেকেই সাজেক সড়কে যান চলাচলে বিধিনিষেধ আরোপে মাঠে থাকবে পুলিশ।
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20231641 views