খেলাশীর্ষ সংবাদ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ By রিপোর্টার September 16, 20223 ShareTweet 3 নেপালে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম সেমিফাইনালে ভুটানকে ৮-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো ফাইনালে পৌঁছে গেল বাংলাদেশ। ১৯ সেপ্টেম্বর ফাইনালে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত ও নেপালের মধ্যে জয়ী দল। এই বাংলাদেশকে থামানোর মতো পারফরম্যান্স ভুটানের মেয়েদের একেবারেই নেই। ফিটনেস, গতি, স্কিল—সবদিক দিয়েই এগিয়ে ছিলেন কৃষ্ণা, সানজিদারা। তাই অনুমিতভাবেই আজ হেরেছে ভুটান। প্রতিপক্ষের জালে শেষ পর্যন্ত কত গোল দেয় বাংলাদেশ, সেটাই ছিল দেখার। আরও পড়ুনঃ পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ান শ্রীলংকা টানা চার জয়ে ফাইনালে উঠল বাংলাদেশ। মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ পর্ব শুরু করা মেয়েরা দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে দেয় ৬-০ ব্যবধানে। এরপর প্রতিযোগিতার পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেরা চারে উঠে আসে বাংলাদেশ।
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20231642 views