বিনোদন সামাজিক মাধ্যমে বেবি বাম্পের’ ছবি শেয়ার করলেন বুবলী By নিজস্ব প্রতিবেদক September 27, 20220 ShareTweet 0 হঠাৎ ‘বেবি বাম্পের’ ছবি শেয়ার করে সমালোচনার মুখে পড়েছেন আলোচিত অভিনেত্রী বুবলী। মা হওয়ার গুঞ্জন বারবার উড়িয়ে দিলেও এবার গর্ভাবস্থার ছবি নিজেই প্রকাশ করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ২৭ সেপ্টেম্বর, মঙ্গলবার, নিজেই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেছেন দুটি ছবি। আর সেখানে বুবলী লিখেছেন ‘ফিরে দেখা আমেরিকা’। খবর রটেছিল শাকিব খানের সন্তানের মা হতে চলেছেন তিনি। বড় পর্দার সিনেমায় আলোচিত-সমালোচিত জুটির নাম শাকিব-বুবলী। ঢালিউডের এই নায়িকা শাকিব খানের সঙ্গে পরপর ৯টি ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা পান। কিন্তু শবনম বুবলী হঠাৎই লাপাত্তা হয়ে যাওয়ায় এমন প্রশ্ন ওঠে!
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20231642 views