বিনোদন সাড়া ফেলেছে ‘একজন মধ্যবিত্ত বলছি’ By নিজস্ব প্রতিবেদক July 14, 20220 ShareTweet 0 মাত্র ২০ ঘন্টায় ইউটিউবে এক মিলিয়ন ভিউ পার করলো মাবরুর রশীদ বান্নাহ পরিচালিত ও মুশফিক আর ফারহান-কেয়া পায়েল অভিনীত ঈদের নাটক ‘একজন মধ্যবিত্ত বলছি’। এ ধরনের গল্পের নাটকের বিচার যদিও ভিউ দিয়ে করা যায় না। কারণ মধ্যবিত্তের আবেগ, অভিমান, অনুভূতি, অভাব ও ভালোবাসা উঠে এসেছে এ নাটকের গল্পে। আর সেটা পরিচালক বান্নাহ করেছেন খুব সুনিপূণভাবে। অপরদিকে নাটকটিকে টেনে নিয়ে গেছেন মেধাবী অভিনেতা মুশফিক আর ফারহান। তার অভিনয়, চাহনি, অভিব্যাক্তি এ সবই নাটকটিকে ভিন্নমাত্রা দিয়েছে। ফারহানের বিপরীতে অভিনয় করা কেয়া পায়েলও অভিনয় করেছেন দারুণ। নাটকটির প্রথম দিকে ভরপুর রোমান্স ও পরবর্তীতে মধ্যবিত্ত এক যুবক ও তার পরিবারের নিদারুন গল্পই উঠে এসেছে এখানে। আলোচিত এ নাটকের ইউটিউবের কমেন্ট ঘরে ইতিবাচক মন্তব্যে ভরে গেছে। ক্লাব ইলিভেন এন্টারটেইনমেন্ট থেকে উন্মুক্ত হওয়া এ নাটকটি নিয়ে ফারহান বলেন, একটি ভালো কাজে সবসময় তৃপ্তি আসে। এটা তেমনই একটি কাজ। যখন সে কাজটি দর্শক খুব ভালোভাবে গ্রহণ করে তখন কাজটি পরিপূর্নতা পায়। নাটকের প্রযোজক, পরিচালক, কো আর্টিস্টসহ সবার প্রতি কৃতজ্ঞতা। আর দর্শকদের প্রতি তো কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশের ভাষা আমার জানা নেই। যতোই বলবো ততোই কম হবে।
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20231642 views