তথ্য ও প্রযুক্তি

হালনাগাদ হচ্ছে ফেসবুকের প্রাইভেসি পলিসি

0
fb

ফেসবুক তাদের ব্যক্তিগত গোপনীয়তার নীতিমালা (প্রাইভেসি পলিসি) আপডেট করছে। এটি আগামী ২৬ জুলাই থেকে কার্যকর হবে। বৃহস্পতিবার (২৬ মে) থেকে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা এই নোটিফিকেশন পাঠানো শুরু করেছে। খবর বিবিসির।

ফেসবুক ব্যবহারকারীরা তাদের অ্যাকাউন্টে ঢুকলে প্রাইভেসি পলিসি আপডেট সম্পর্কিত একটি বার্তা দেখতে পাচ্ছেন। সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্ম মেটার পক্ষ থেকে ব্যবহারকারীদের প্রতি নতুন এই নোটিফিকেশন পাঠানো হচ্ছে।

নোটিফিকেশনে মেটা জানাচ্ছে, তারা তাদের ব্যক্তিগত গোপনীয়তা নীতিমালা নতুন করে প্রণয়ন করেছে। যাতে ফেসবুক ব্যবহারকারীদের জন্য তাদের নীতিগুলো বুঝতে সহজ হবে। এছাড়া ফেসবুক কিভাবে ব্যবহারকারীর তথ্য প্রসেস করছে তা আরো পরিষ্কার হবে।

অভিযোগ ছিলো ফেসবুকের বিদ্যমান প্রাইভেসি নীতিমালা ব্যবহারকারীদের জন্য স্বচ্ছ নয়। বিবিসি জানায়, গ্রাহকের তথ্য ব্যবহার নিয়ে বিভিন্ন দেশের নিয়ন্ত্রক সংস্থার চাপের মুখে পড়তে হয়েছে প্রতিষ্ঠানটিকে। মেটা জানায়, ফেসবুক, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জার ব্যবহারকারীরা নোটিফিকেশন পেতে শুরু করেছেন। তারা আগের নীতিমালার সঙ্গে নতুন নীতিমালার পার্থক্য দেখতে পাবেন। ২৬ জুলাই থেকে এটি কার্যকর হবে।

এই আপডেট পলিসি কেবল ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার ও অন্য মেটা সার্ভিসের ক্ষেত্রে প্রযোজ্য। এটি হোয়াটসঅ্যাপ, ওয়ার্কপ্লেস, ফ্রি বেসিকস, মেসেঞ্জার কিডস ও কোয়েস্ট ডিভাইসের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এসব সেবার নিজস্ব প্রাইভেসি নীতিমালা রয়েছে। মেটা এক ব্লগ পোস্টে জানিয়েছে, তাদের তথ্য ব্যবহারের চর্চা এবং নতুন সার্ভিস বিষয়ক তথ্য আরো বিস্তারিত উদাহরণসহ ব্যবহারকারীর কাছে তুলে ধরা হবে।

বাজেটে দাম কমবে যেসব পণ্যের

Previous article

প্রথমবারের মতো ব্ল্যাকহোলের দেখা মিললো ​​​​​​​মিল্কিওয়ে-তে

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *