প্রাণিবৈচিত্র্য

১৫ ফুট লম্বা অজগর ধরা পড়েছে রাউজানে

1
ajagar

পাহাড় থেকে নেমে লোকালয়ে খাবারের সন্ধানে এসে বিশাল আকৃতির একটি অজগর সাপ ধরা পড়েছে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে সাপটিকে ধরেছে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ঊনসত্তর পাড়া গ্রামের একদল যুবক।

এদিকে স্থানীয়রা জানিয়েছে পাহাড়ের গাছপালা বন জঙ্গল উজার হয়ে যাওয়ায় প্রায় সময় বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণি ও অজগর লোকালয়ে খাবারের সন্ধানে নেমে এসে মানুষের ঘর বাড়িতে ডুকে পড়ে।

আরও পড়ুনঃ অতিথি পাখির কলতানে ভাড়ারদহ বিল ফিরে পেয়েছে নৈসর্গিক রূপ

এসব প্রাণি গৃহপালিত হাস,মুরগি মেরে খেয়ে চলে যায়। যে সাপটি ধরা পড়েছে সেটি লম্বায় প্রায় ১৫ ফুট, ওজন ৪০ কেজির কাছাকাছি। সাপ ধরার সংবাদ পেয়ে স্নেক রেসকিউ বাংলাদেশ টিমের সদস্যরা অজগরটি উদ্ধার করে বন কর্মকর্তাদের সহায়তায় সাপটি আবার পাহাড়ে অবমুক্ত করে।

আজ বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Previous article

পাকস্থলীর ক্যানসারের ঝুঁকি কমাতে এড়িয়ে চলবেন যে সব খাবার

Next article

You may also like

1 Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *