প্রাণিবৈচিত্র্য ১৫ ফুট লম্বা অজগর ধরা পড়েছে রাউজানে By নিজস্ব প্রতিবেদক February 1, 20241 ShareTweet 1 পাহাড় থেকে নেমে লোকালয়ে খাবারের সন্ধানে এসে বিশাল আকৃতির একটি অজগর সাপ ধরা পড়েছে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে সাপটিকে ধরেছে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ঊনসত্তর পাড়া গ্রামের একদল যুবক। এদিকে স্থানীয়রা জানিয়েছে পাহাড়ের গাছপালা বন জঙ্গল উজার হয়ে যাওয়ায় প্রায় সময় বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণি ও অজগর লোকালয়ে খাবারের সন্ধানে নেমে এসে মানুষের ঘর বাড়িতে ডুকে পড়ে। আরও পড়ুনঃ অতিথি পাখির কলতানে ভাড়ারদহ বিল ফিরে পেয়েছে নৈসর্গিক রূপ এসব প্রাণি গৃহপালিত হাস,মুরগি মেরে খেয়ে চলে যায়। যে সাপটি ধরা পড়েছে সেটি লম্বায় প্রায় ১৫ ফুট, ওজন ৪০ কেজির কাছাকাছি। সাপ ধরার সংবাদ পেয়ে স্নেক রেসকিউ বাংলাদেশ টিমের সদস্যরা অজগরটি উদ্ধার করে বন কর্মকর্তাদের সহায়তায় সাপটি আবার পাহাড়ে অবমুক্ত করে।
সার্ক অঞ্চলে প্রাণিরোগ প্রতিরোধ ও ওয়ান হেলথ বাস্তবায়নে একযোগে কাজ করতে হবে October 10, 202389 views
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20231894 views