খবরসারাদেশ

২৪ ঘণ্টায় সারাদেশে রেকর্ড ৮৫৫ জন ডেঙ্গু আক্রান্ত

0
ডেঙ্গু আক্রান্ত

গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৮৫৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন, এদিন মারা গেছেন ৫ জন।

এ নিয়ে সারাদেশে হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগী সংখ্যা দাঁড়িয়েছে ২,৮৪৭ জনে। আজ ৫ জনসহ ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৯৪ জনের।

একদিনের হিসেবে এর আগে ১৩ অক্টোবর দেশে সর্বোচ্চ ৭৬৫ ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন বলছে, গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৮৫৫ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৫২৩ জন ও ঢাকার বাইরে ৩৩২ জন।

প্রসঙ্গত, চলতি বছরে ১ জানুয়ারি থেকে ১৬ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫ হাজার ১৮১ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২২ হাজার ২৪০ জন।

উল্লেখ্য, ২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ এ সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর মৃত্যু হয়েছিল ১০৫ জনের।

আরও পড়ুন: আগামী ১৫ই অক্টোবর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের সাথে ওয়ার্কশপ করবে ‘অন দ্যা ওয়ে’

‘দেশে কোনো বিচ্ছিন্নতাবাদী সংগঠন থাকবে না’

Previous article

সোমবার থেকে আবারও শুরু টিসিবির পণ্য বিক্রি

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

More in খবর