খবরসারাদেশ

৩০ বছর ছদ্মবেশে থেকেও শেষ রক্ষা হলোনা

0
এসএসসি: কুড়িগ্রামে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ৩ শিক্ষক গ্রেপ্তার

ছদ্মবেশ নিয়ে ৩০ বছর ধরে পলাতক থাকার পর যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত সাইফুল ইসলাম নামের এই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার দুপুরে ঢাকার কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে একথা জানায় সংস্থাটি।

ব্রিফিংয়ে র‌্যাব জানায়, গতকাল শুক্রবার রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে সাইফুলকে গ্রেপ্তার করা হয়। তিনি ছাত্তার নামে আত্মগোপনে ছিলেন। ১৯৮৭ সালের ফেব্রুয়ারিতে চরমপন্থীরা গুরুদাসপুর থানায় প্রবেশ করে অস্ত্রের মুখে নিয়ন্ত্রণ নেয়। এ সময় কনস্টেবল হাবিবুর রহমান বাধা দিলে চরমপন্থীরা তাঁকে গুলি করে হত্যা করে অস্ত্রাগার লুট করে। সেখান থেকে দুটি এসএমজি, ৪টি এসএলআর, ১৮টি ৩ পয়েন্ট ৩ রাইফেল ও গোলাবারুদ লুটের পাশাপাশি বন্দী চরমপন্থী আসামিকে ছিনিয়ে নেয়। ২০০৭ সালে ওই মামলার রায়ে সাইফুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারিক আদালত।

এ বিষয়ে র‌্যাব-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, থানা লুট ও কনস্টেবল খুনের ঘটনায় ১৯৮৯ সালে সাইফুল ইসলাম গ্রেপ্তার হয়েছিলেন। জামিনে বেরিয়ে তিনি ৩০ বছর ধরে আত্মগোপনে ছিলেন।

আকস্মিক সফরে ইউক্রেনে জার্মান পররাষ্ট্রমন্ত্রী

Previous article

কুড়িগ্রামে নিখোঁজের দুই দিন পর শিশুর লাশ উদ্ধার

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

More in খবর