খবরজাতীয়

জাকের পার্টির চেয়ারম্যান আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদীর পক্ষ থেকে অসহায় দুঃস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

1
IMG 20250328 WA0002

রাজধানীর রূপনগরে জাকের পার্টির চেয়ারম্যান আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদীর পক্ষ থেকে অসহায় দুঃস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।  এ সময় উপস্থিত ছিলেন জাকের পার্টির জাতীয় কার্যনির্বাহী সদস্য ওমর ফারুক ভূইয়া শুভ, জাকের পার্টি রূপনগর থানার সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী শেখ। আরো উপস্থিত ছিলেন জাকের পার্টি ছাত্রীফ্রন্ট ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদিকা হামিদা ইসলাম রিনি। এ সময় জাকের পার্টি ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি রাশেদুল ইসলাম বাবু বলেন জাকের পার্টি ৩৫ বছর ধরেই মানুষের কল্যাণে রাজনীতি করেছে জাকের পার্টি কোনদিনও যেন তেন ভাবে ক্ষমতায় যাওয়ার জন্য হুন্ডা গুন্ডা দিয়ে ভোট ক্রয় করার জন্য রাজনীতি করেনি।IMG 20250329 174009জাকের পার্টির চেয়ারম্যান মহোদয়ের মূল এজেন্ডাই হল দয়াল নবী রাসুলে পাক (সাঃ) এর প্রেমের রঙে মানুষকে রঙিন করে পবিত্র মানুষে রূপান্তর করা। দেশের সমস্ত কিছু যদি স্বর্ণ দিয়ে বাঁধিয়ে দেওয়া হয় অথচ মানুষের মধ্যে মনুষত্বই না থাকে তাহলে কি লাভ হবে। কোনদিনও কি শান্তি আসবে, আসবেনা। জাকের পার্টি মনুষত্বের কথা বলে।

জাতীয় ঐক্য রচনায় একজন অন্য জনকে ছাড় দেওয়া ছাড়া দ্বিতীয় কোন পথ নাই। প্রেম সৌহার্দ্য সম্প্রীতি এই আহবান ই আমরা করে যাচ্ছি ইনশাআল্লাহ সত্যের বিজয় অবশ্যম্ভাবী এই প্রেমের তড়িতে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আসতেই হবে।

 

তামিমের শারীরিক অবস্থার উন্নতি, সর্বশেষ যা জানা গেল

Previous article

জার্মানির ভিসা পেতে ৪০ বছর সময় লাগতে পারে বাংলাদেশীদের!

Next article

You may also like

1 Comment

  1. […] আরও পড়ুনঃ জাকের পার্টির চেয়ারম্যান আলহাজ্ব খা… […]

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

More in খবর