উদ্যোক্তা সংগঠনউদ্যোক্তার গল্পদেশি উদ্যোক্তা ইডিএফ এর ধানমন্ডি জোনের উদ্যোক্তা আড্ডা অনুষ্ঠিত By নিজস্ব প্রতিবেদক December 21, 20240 ShareTweet 0 ১৪ ডিসেম্বর (শনিবার), ধানমন্ডির একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হলো ইডিএফ উদ্যোক্তা আড্ডা এবং পণ্য প্রদশর্ণী। ধানমন্ডি জোনের এই উদ্যোক্তা আড্ডায় প্রায় ৪০ জন মেম্বার নিয়ে উৎসবমুখর পরিবেশে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এ প্রোগ্রামের মূল লক্ষ ছিলো উদ্যোক্তাদের পরিচিতি বৃদ্ধি এবং তাদের পণ্যের পরিচিতি বৃদ্ধি করা। পাশাপাশি কাস্টমার যাতে হাতে ধরে পণ্যটি দেখতে পারে। সেদিন সব উদ্যোক্তাই কিছু কিছু পণ্য নিয়ে আসে এবং সবারই টুকটাক সেল হয়েছে।জান্নাতুল ফেরদৌস আপুর কেকের পাশাপাশি, রেখা সরকার আপুর স্পেশাল ভাপা পিঠা, মেহেরুন্নেসা আপুর স্পেশাল পুডিং খুবই সুস্বাদু ছিলো। উদ্যোক্তাদের নিয়ে বিকেল ৩.৩০ থেকে সন্ধ্যা ৬.৩০ পর্যন্ত আয়োজনটি সফলভাবে অনুষ্ঠিত হয়। আরও পড়ুনঃ বিজয় দিবস উপলক্ষে ধানমন্ডি সোসাইটির উদ্যোগে মেলা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত সবার স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানকে আরো আনন্দঘন করে তোলে। উক্ত আয়োজনে মিডিয়া পার্টনার ছিলো ঢাকা উদ্যোক্তা টিভি। সবার উদ্যোগ নিয়ে ছোট খাটো ইন্টারভিউ নেয়া হয়। এর পাশাপাশি সবার উদ্যোগের সাথে সবাই পরিচিত হয়। উজা/মাসুদুজ্জামান রাসেল
ভাইরাল কেক পট্টির আড়ালে লুকানো স্বাস্থ্যঝুঁকি, নজর দিতে হবে ক্রেতা ও উদ্যোক্তা দুই পক্ষকে : এলিন মাহবুব 7 days ago0
জেসিআই ঢাকা ডিপ্লোম্যাটস এর মানবিক উদ্যোগ “ছোঁয়া–এক টুকরো স্বপ্ন, একটু আশা” October 16, 2025125 views
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20231901 views