উদ্যোক্তা প্রশিক্ষণউদ্যোক্তা সংগঠনউদ্যোক্তার গল্প

উদ্যোক্তাদের দক্ষ করে তুলতে প্রশিক্ষণ দিচ্ছে আইডিয়া প্রকল্প

1
uddokta

শক্তিশালী স্টার্টআপ (উদ্ভাবনী উদ্যোগ) ইকোসিস্টেম তৈরির পাশাপাশি উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে বিনা মূল্যে প্রশিক্ষণ দিচ্ছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীন ‘উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ’ (আইডিয়া) প্রকল্প।

‘আইডিয়া একাডেমিক প্রোগ্রাম জুন২৪ কোহোর্ট’ শীর্ষক এ প্রশিক্ষণে উদ্ভাবনী ধারণা, ব্যবসায়িক মডেল তৈরির পাশাপাশি প্রতিষ্ঠান পরিচালনার জন্য প্রয়োজনীয় আর্থিক, হিসাব, আইনি, বাজারজাতকরণসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

এক সংবাদ বিজ্ঞাপ্তিতে বলা হয়, আইডিয়া প্রকল্পের উদ্যোগে ও স্টুডেন্ট টু স্টার্টআপ (এসটুএস) ভেঞ্চারস লিমিটেডের সহযোগিতায় উদ্যোক্তাদের এ প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

আরও পড়ুনঃ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ইয়েসবিডির বৈশাখী মিলনমেলা

এ প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তারা নিজেদের উদ্ভাবনী উদ্যোগ সফলভাবে বাস্তবায়নের জন্য হাতে-কলমে শিখতে পারছেন। এর ফলে তাঁদের দক্ষতা এবং জ্ঞানের পরিধি বাড়ছে, যা তাঁদের স্টার্টআপ গঠনে সহযোগিতা করবে।

উল্লেখ্য, প্রশিক্ষণের জন্য ৯৪২টি আবেদন জমা পড়লেও যাচাই-বাছাই শেষে ১১৩ জন উদ্যোক্তা ও তরুণকে এ প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

গত মে মাসে শুরু হওয়া এক মাসব্যাপী এ প্রশিক্ষণ শেষে চূড়ান্ত মূল্যায়নের পর উদ্যোক্তাদের সনদ দেয়া হবে বলে জানিয়েছে আইডিয়া প্রকল্প।

ভ্রমণ পিপাসুদের জন্য আসছে দুঃসংবাদ

Previous article

শেখ হাসিনা-মোদি বৈঠক ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরো জোরদার করার ব্যাপারে আশাবাদী

Next article

You may also like

1 Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *