জীবনযাপন একদিনে ২৫ কোটি রুপির মালিক অটো ড্রাইভার অনুপ By রিপোর্টার September 19, 20220 ShareTweet 0 সম্প্রতি ৩ লাখ রুপি ঋণের জন্য আবেদন করেছিলেন ভারতের কেরালা রাজ্যের অটো ড্রাইভার অনুপ। কষ্টের জীবনের অবসান ঘটানোর আশায় মালয়েশিয়ার রাঁধুনি হিসেবে যাওয়ার পরিকল্পনা ছিলো। সবই চলছিলো। শনিবারই অভ্যাসবশতই লটারির টিকেট কাটলেন। আর রবিবারটা ছিলো তার, ২৫ কোটি রুপির ওনাম বাম্পার লটারি জিতলেন তিনি। খবর এনডিটিভির। বিজয়ী জানান,‘আমি ভাবিনি লটারি জিতব, আমি টিভিতে লটারির ফলও দেখিনি। দেখলাম ফোনে মেসেজ এসেছে। দেখলাম আমি জিতেছি। আমি বিশ্বাস করিনি, আমার স্ত্রীকেও দেখালাম। সেই নিশ্চিত করল এটা বিজয়ী নাম্বার।’ আরও পড়ুন: ড্রাগন ফল চাষে ভাগ্য ঘুরলো রাকিব হোসেনের তবে, কাগজে কলমে ২৫ কোটি টাকার লটারি জিতলেও হিসাব মতো করসহ অনান্যবাদ কাটার পর ১৫ কোটি টাকা হাতে পাবেন অনুপ। তিনি বলেন, ‘ব্যাঙ্ককে ফোন করে জানিয়ে দিয়েছি যে আমার আর লোনের দরকার নেই। আমি মালয়েশিয়াও যাব না। এই টাকা দিয়ে পরিবারের জন্য আগে একটা বাড়ি বানাব। তার পর সব কিছু।’ অনুপ জানান, ২২ বছর ধরে লটারি কিনছেন অনুপ। পুরস্কারও পেয়েছেন দু-একবার, তবে সেই অর্থের পরিমাণ ৫০০০ রুপির বেশি নয়।
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20231642 views