ই-কমার্সউদ্যোক্তা প্রশিক্ষণউদ্যোক্তা সংগঠনউদ্যোক্তার গল্প চট্টগ্রামে ফেসবুক বিজনেস নিয়ে ই-ক্যাব ডিজিটাল মার্কেটিং ও সোশ্যাল মিডিয়া স্ট্যান্ডিং কমিটির ওয়ার্কশপ অনুষ্ঠিত By নিজস্ব প্রতিবেদক August 13, 20231 ShareTweet 1 ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর ডিজিটাল মার্কেটিং ও সোশ্যাল মিডিয়া স্ট্যান্ডিং কমিটি চট্টগ্রামে ফেসবুক বিজনেসের উপর একটি ওয়ার্কশপ আয়োজন করে। শনিবার (১২ আগস্ট) চট্টগ্রাম হাই-টেক পার্কে বিকাল ৩ টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। “ফিক্স এন্ড সিকিউর ইউর বিজনেস অন ফেসবুক” শীর্ষক এই ওয়ার্কশপটি পরিচালনা করেন ট্রেইনার এ.এম ফারুক, যিনি ফেসবুক ডক্টর হিসেবে সবার কাছে পরিচিত। চট্টগ্রামের প্রায় ১০০ জন উদ্যোক্তা অংশগ্রহণ করেন এই ওয়ার্কশপে। ওয়ার্কশপ শেষে সকল অংশগ্রহণকারীকে ই-ক্যাব কর্তৃক সার্টিফিকেট প্রদান করা হয়। ওয়ার্কশপে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ই-ক্যাব এর পরিচালক এবং ডিজিটাল মার্কেটিং ও সোশ্যাল মিডিয়া স্ট্যান্ডিং কমিটির ডিরেক্টর ইনচার্জ সাইদুর রহমান, এফ-কমার্স এলায়েন্স এর কো-চেয়ারম্যান সৈয়দ উসওয়াত ইমাম, চট্টগ্রাম জোনাল কমিটির চেয়ারম্যান শহিদুল আলম এবং প্ল্যান বি সলিউশনের ফাউন্ডার তৌহিদুল ইসলাম। আরও পড়ুনঃ দক্ষ উদ্যোক্তা গড়তে একসাথে কাজ করবে ই-ক্যাব-এসএমই ফাউন্ডেশন ওয়ার্কশপের ট্রেইনার এ এম ফারুক বলেন, “বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাসহ যারা অনলাইনে বিজনেস করেন তাদের মধ্যে বেশিরভাগই ফেসবুকের মাধ্যমে ব্যবসা করে থাকেন। এই ফেসবুকের মাধ্যমে ব্যাবসা করতে গিয়ে তাদেরকে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয় যেমন- প্রোফাইল, পেইজ, গ্রুপ ও এড একাউন্ট ডিজেবল, রেস্ট্রিকটেড এবং ডিলিট হয়ে যায়। যার কারণে উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনা করতে ব্যাঘাত ঘটে। দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয়ে ট্রেনিং হলেও এই বিষয়গুলো নিয়ে তেমন কেউ আলোচনা করেন না, যার কারণে উদ্যোক্তারা প্রচুর সমস্যায় পড়েন। তাই উদ্যোক্তাদের ফেসবুকের সকল প্রকার সমস্যা সমাধান প্রদান করার জন্য আমাদের এই ওয়ার্কশপের উদ্যোগ নেয়া।
ভাইরাল কেক পট্টির আড়ালে লুকানো স্বাস্থ্যঝুঁকি, নজর দিতে হবে ক্রেতা ও উদ্যোক্তা দুই পক্ষকে : এলিন মাহবুব 4 days ago0
ডিজিটাল বনাম ট্র্যাডিশনাল মার্কেটিং, উদ্যোক্তাদের জন্য কোনটা বেশি কার্যকর : এলিন মাহবুব October 8, 202591 views
জামদানি শিল্পের পুনর্জাগরণে নারী নেতৃত্ব : নওরীন পেলেন ‘বেস্ট এন্টারপ্রেনার অব দ্য ইয়ার’ সম্মাননা May 31, 2025208 views
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20231899 views