জীবনযাপনপ্রাণিবৈচিত্র্য ড্রাম বাজিয়ে হাঁসের বিশ্বরেকর্ড By রিপোর্টার November 4, 20221 ShareTweet 1 সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় একটি হাঁস দুই পা দিয়ে খুব সুন্দর ড্রাম বাজাচ্ছে। শুধু তাই নয় গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের পাতায় লেখা আছে তার নাম। হাঁসটির নাম বেন অ্যাফকোয়াক। যুক্তরাষ্ট্রের মিনেসোটাতে মালিক ডেরেক জনসনের সঙ্গে তার বাস। ডেরেক এর আগেও অনেক হাঁস পালন করেছেন। তবে বেন সবার চেয়ে আলাদা। ২০২০ সালে গিনেস বুক অব ওয়ার্ল্ড বেনকে বিশ্বরেকর্ডের স্বীকৃতি দেয়। যা এখনো ভাঙতে পারেনি কোনো হাঁস! ইনস্ট্রাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা প্রায় ৮০ হাজার। ইনস্টাগ্রামে বেনের সঙ্গে সঙ্গে ডেরেকও এখন পরিচিত মুখ। ডেরেক পেশায় মিউজিশিয়ান। দিনের বেশিরভাগ সময় তার স্টুডিওতেই কাটে। তিনি যখন স্টুডিওতে কাজ করতেন তখন প্রায়ই বেন তার আশেপাশে ঘোরাঘুরি করত। মজার বিষয় যখন ডেরেক ড্রাম বাজাতেন তখন বেন যেন একটু বেশি উচ্ছ্বসিত হয়ে যেত। এরপরই তিনি বেনকে ড্রাম বাজানোর প্রশিক্ষণ দিতে থাকেন। খুব কম সময়েই বেন কাজটি খুব ভালোভাবে শিখে যায়। আরও পড়ুন: দাবা খেলার উৎপত্তি যেখানে
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20231642 views