ই-কমার্সউদ্যোক্তা প্রশিক্ষণউদ্যোক্তা সংগঠনউদ্যোক্তার গল্পএসএমই বার্তা দক্ষ উদ্যোক্তা গড়তে একসাথে কাজ করবে ই-ক্যাব-এসএমই ফাউন্ডেশন By নিজস্ব প্রতিবেদক May 20, 20232 ShareTweet 2 দেশি উদ্যোক্তাদের তথ্য প্রযুক্তিতে আরো স্মার্ট ও সুদক্ষ করতে যৌথ উদ্যোগে কাজ করবে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশে (ই-ক্যাব) ও এসএমই ফাউন্ডেশন। যারা স্মার্ট বাংলাদেশ গড়তে প্রত্যক্ষভাবে ভূমিকা রাখবে। কাজের উদ্দেশ্যে সংগঠন দুটি সমঝোতা স্মারক সই করেছে। চুক্তি শর্তে, ব্যবসায় দক্ষতার মানোন্নয়ন ও সম্প্রসারণে পারস্পরিক নেটওয়ার্ক কাজে লাগিয়ে জাতীয় অর্থনীতিতে দেশের এসএমই উদ্যোক্তাদের অংশগ্রহণকে সফল করতে এখন থেকে একত্রে কাজ করবে এসএমই ফাউন্ডেশন ও ই-ক্যাব। তাছাড়া ক্ষুদ্র ও মাঝারি শিল্প সুরক্ষা ও উন্নয়নেও পরিকল্পিতভাবে কাজ করবে সংগঠন দুটি। ই-ক্যাব সভাপতি শমী কায়সার ও এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান সংগঠনের হয়ে চুক্তি সই করেন। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে ছিলেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান। আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক ফারজানা খান, ই-ক্যাব সভাপতি শমী কায়সার, ই-ক্যাব উইমেন ফোরামের সভাপতি নাজনীন নাহার, সহসভাপতি জেরিন মারজান খানসহ ফাউন্ডেশন ও ই-ক্যাবের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। শমী কায়সার জানান, ই-কমার্সে ক্ষুদ্র উদ্যোক্তাদের অংশগ্রহণ ক্রমবর্ধমান। সারাদেশে শুধু ই-কমার্সের সঙ্গেই যুক্ত আছেন ৩ লাখ উদ্যোক্তা। জাতীয় অর্থনীতিতে তাদের অবদান নেহায়েত কম নয়। তাদের অবদানকে আরো ত্বরান্বিত করতে ও তাদেরকে তথ্যপ্রযুক্তির ডিজিটাল-ফিনান্সিয়াল লিটারেসি বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে সুদক্ষ করে তুলতে হবে। আরও পড়ুনঃ ‘ই-ক্যাব ইয়ুথ ফোরাম’র ই-কমার্স বিষয়ক অনলাইন ওয়ার্কশপ অনুষ্ঠিত বিদেশেও তাদের ব্যবসার প্রসারে এখন থেকে ই-ক্যাব ও এসএমই ফাউন্ডেশন কাজ করবে। তৃণমূল পর্যায়ে উদ্যোক্তা উন্নয়নে কাজ করছে এসএমই ফাউন্ডেশন। বিশেষ করে নারী উদ্যোক্তা উন্নয়নে বেশ ভালো কাজ করছে। সুযোগটা কাজে লাগিয়ে ই-ক্যাবের পক্ষে তৃণমূল পর্যায়ে নারী উদ্যোক্তাদের ই-কমার্সের সঙ্গে যুক্ত করাটা সহজ হবে বলে মনে করেন শমী কায়সার। এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মো. মাসুদুর রহমান চুক্তি প্রসঙ্গে জানান, দেশের মোট কর্মক্ষম নারীর মধ্যে বর্তমানে ৩২ শতাংশ নারী ই-কমার্স জাতীয় অর্থনীতির সঙ্গে সংযুক্ত। অন্যদিকে তথ্যপ্রযুক্তি উৎকর্ষতায় সৃষ্টি হচ্ছে উন্নয়নের নানা সুযোগ-সুবিধা। সুযোগগুলো কাজে লাগাতে হবে। কর্মক্ষম নারীদের অংশগ্রহণ বাড়াতে এবং উদ্যোক্তাদের প্রযুক্তিসহ অন্যান্য বিষয়ে সুদক্ষ করে তুলতে হবে। ফলে ডিজিটাল উন্নয়নের সময়ে তারাও সহযাত্রী হয়ে স্মার্ট বাংলাদেশ নির্মাণে গর্বিত অংশীদার হতে পারবেন। চুক্তির সাফল্য বিবেচনায় স্বল্প ও দীর্ঘমেয়াদী কর্ম-পরিকল্পনা নিয়ে কাজ করবে। এ বিষয়ে এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান বলেন, দেশি উদ্যোক্তাদের ডিজিটাল ব্যবসার সঙ্গে সংযুক্ত করতে এবং তাদের স্বার্থ সংরক্ষণে ই-ক্যাব কাজ করে আসছে। সারাদেশে উদ্যোক্তাদের দক্ষতার মানোন্নয়ন, বাজার প্রসার ও অর্থনৈতিক দক্ষতা উন্নয়নে আমরা কাজ করছি। চুক্তির মাধ্যমে কাজগুলো এখন আরো সুপরিকল্পিত হবে। তৃণমূল পর্যায়ে উদ্যোক্তাদের তথ্য প্রযুক্তির সঙ্গে যোগসূত্র বাড়বে। ফলে তারা প্রযুক্তিতে দক্ষ হয়ে ব্যবসায় সফল হতে পারবেন।
ভাইরাল কেক পট্টির আড়ালে লুকানো স্বাস্থ্যঝুঁকি, নজর দিতে হবে ক্রেতা ও উদ্যোক্তা দুই পক্ষকে : এলিন মাহবুব 5 days ago0
ডিজিটাল বনাম ট্র্যাডিশনাল মার্কেটিং, উদ্যোক্তাদের জন্য কোনটা বেশি কার্যকর : এলিন মাহবুব October 8, 202591 views
জামদানি শিল্পের পুনর্জাগরণে নারী নেতৃত্ব : নওরীন পেলেন ‘বেস্ট এন্টারপ্রেনার অব দ্য ইয়ার’ সম্মাননা May 31, 2025208 views
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20231899 views