জীবনযাপন দুটি আক্কেল দাঁত তুলে ৯ বছরের শিশুর নাম গিনেস বুকে By রিপোর্টার October 30, 20220 ShareTweet 0 বয়স ৯ বছর, এরই মধ্যে রায়ান স্কারপেলি দুটি আক্কেল দাঁত অপসারণ করেছেন। আমেরিকার এই শিশু গিনেস বুকের তালিকায় সর্বকনিষ্ঠ আক্কেল দাঁত অপসারণকারী। রায়ানের আগে এই রেকর্ড ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাথিউ অ্যাডামসের। তখন তার বয়স ছিল ৯ বছর ৩৩৯ দিন। ২০০২ সালে ম্যাথিউ বিশ্বের প্রথম ব্যক্তি যার আক্কেল দাঁত উঠেছিল ৯ বছর বয়সে। অন্যদিকে আক্কেল দাঁত গজানোর সবচেয়ে বয়স্ক ব্যক্তি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা রবার্ট ডব্লিউ গ্রে। তার বয়স ছিল ৯৪ বছর ২৫৩ দিন। ২০১৭ সালের ২৩ আগস্ট সকালে দাঁত পরিষ্কার করার সময় একটি আক্কেল দাঁত আবিষ্কার করেছিলেন তিনি। ২০২১ সালের এপ্রিল মাসে রেগুলার চেকাপের জন্য চিকিৎসকের শরণাপন্ন হয়েছিলেন রায়ান। ডা. কেলি রায়ানের দাঁতের একটি থ্রিডি এক্সরে করান। সেখানেই ধরা পরে তার মুখের উপরের বাম চতুর্ভুজে একটি আক্কেল দাঁত এবং মোলার একে অপরের উপরে বেড়ে উঠছে। পরে পোটোম্যাক সার্জিক্যাল আর্টসের চিকিৎসক ক্রেগ ভিজিলান্টের কাছে রেফার করেন তিনি। ক্রেগ ভিজিলান্ট রায়ানের আক্কেল দাঁত দুটি অপসারণ করেন। কারণ তার অন্য দাঁতের বেড়ে ওঠার জন্য পর্যাপ্ত জায়গার প্রয়োজন। রায়ানের আক্কেল দাঁত দুটি অপসারণ করা হয় ২০২১ সালের ২৭ জুলাই । আরও পড়ুনঃ জ্যোতির্বিজ্ঞানীরা গভীর মহাকাশে আলোর সবচেয়ে উজ্জ্বল ঝলকানি দেখে বিস্মিত
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20231642 views