জীবনযাপন

ফুলদানিতে ফুল দীর্ঘ দিন তাজা রাখার উপায়

0
fuldf

অনেকেই ফুল দিয়ে ঘর সাজাতে পছন্দ করেন। বসার ঘরে বাহারি ফুলের গন্ধ ছড়িয়ে পড়লে মন্দ লাগে না!। পুরনো আমলে ঘর সাজানোর অন্যতম উপকরণ কিন্তু ছিলো বাগানের তাজা ফুল। হালেও ঘরসজ্জার ফ্যাশনে এর ব্যতিক্রম ঘটেনি।

ফুল ঘরের শোভা বাড়ানোর পাশাপাশি, মনও ভালো রাখে। বাজার থেকে টাটকা ফুল কিনে আনলেন বটে, তবে দিন দুয়েকের মধ্যেই সেই ফুল শুকিয়ে যায়।

কিভাবে দীর্ঘ দিন তাজা থাকবে ফুল?

১) যে ফুলদানিতে ফুল রাখবেন, তা যেনো পরিষ্কার থাকে। সে দিকে নজর রাখতে হবে। ফুলদানির ভিতরে সাবান থাকলে ফুলগুলো তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে।

২) বেশি ছোট করে ফুলের কাণ্ড কাটবেন না। কাণ্ড কাটার সময় ৪৫ ডিগ্রি কোণ করে কাটুন। তাহলে দীর্ঘ দিন তাজা থাকবে।

আরও পড়ুনঃ নাক ডাকলে বাড়ে ক্যান্সারের ঝুঁকি : গবেষণা

৩) ফুলদানিতে কাণ্ডের যে অংশটুকু পানিতে ডোবানো থাকবে, তাতে যেনো কোনো পাতা না থাকে, সে দিকে নজর রাখুন। নাহলে ফুলে পচন ধরবে তাড়াতাড়ি।

৪) দু’টেবিল চামচ অ্যাপেল সাইডার ভিনেগার, দু’চামচ চিনি ও হাফ চা চামচ ব্লিচ মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে ফুলদানিতে ঢেলে দিন। এই মিশ্রণ ফুলগুলোকে বেশি দিন তাজা রাখবে।

৫) ফুলদানির পানি পাল্টানোর অভ্যাস নেই তো? ফুল কিন্তু এ কারণেও শুকিয়ে যেতে পারে। দু’দিন অন্তর ফুলদানির পানি পাল্টে ফেলুন।

একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দুটো ফোনে চালাবেন যেভাবে

Previous article

আগামী ১৩ জানুয়ারি শুরু বিশ্ব ইজতেমা

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *