উদ্যোক্তার গল্পদেশি উদ্যোক্তা বিদেশে রপ্তানি হচ্ছে নবদ্বীপ মল্লিক সজনেপাতার গুঁড়ো By রিপোর্টার September 15, 20220 ShareTweet 0 খুলনার ডুমুরিয়ার বরাতিয়া গ্রামে দেড় বিঘা জমিতে ৪০০টি গাছ লাগিয়ে সজনেপাতার বাণিজ্যিক চাষ শুরু করেছেন নবদ্বীপ মল্লিক। সফলতা আসে ব্যবসা শুরুর ৮ মাসেই। সাতক্ষীরার ব্যবসায়ী আবু নাসের মোহাম্মদ আবু সাঈদের সহযোগিতায় সজনেপাতা-গুঁড়ো দুবাইয়ে রপ্তানিও করছেন নবদ্বীপ মল্লিক। নবদ্বীব বলেন, সজনে ও সজনেপাতা প্রচুর পুষ্টিগুণসমৃদ্ধ। স্থানীয় বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে। সজনে এক মৌসুমে পাওয়া যায়। কিন্তু আমরা বিকল্পভাবে সজনেগাছের চারা জোগাড় করেছি, যা থেকে মৌসুম ছাড়াও বারো মাস পাওয়া যাবে। আরও পড়ুনঃ চাকরি ছেড়ে জুতার ব্যবসা, মাসিক আয় বেড়েছে ২ লাখ ৮০ হাজার তিনি জানান, এ জন্য ডুমুরিয়ার বরাতিয়ায় দেড় বিঘা জমিতে ৪০০ পিস সজনেগাছের চারা লাগিয়েছিলাম জানুয়ারির প্রথম সপ্তাহে। সেখান থেকে সজনে তুলেছি এবং বিক্রিও করেছি। সজনে হওয়ার পর গাছ ছাঁটাই করতে হয়। তাতে দেখলাম প্রচুর পরিমাণে সজনেপাতা ফেলে দিতে হবে। পরে আবু নাসের মোহাম্মদ আবু সাঈদ ভাইয়ের পরামর্শে পাতাগুলো শুকিয়ে গুঁড়ো করে পাউডার বানিয়ে বিক্রির সিদ্ধান্ত নিই। দেশের বাজারে বিক্রির পর বাকি সজনেপাতার গুঁড়ো দুবাইয়ে রপ্তানির জন্য প্যাকিং করে মজুত করা হয়। দুবাইয়ে এই পাউডার দুই হাজার টাকা কেজি মূল্যে রপ্তানি করা হচ্ছে।
বাংলাদেশ ফেডারেশন অব উইমেন অন্ট্রাপ্রেনার্স এর বার্ষিক সাধারণ সভা এবং নির্বাচন অনুষ্ঠিত September 7, 20241
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20231642 views