উদ্যোক্তার গল্পদেশি উদ্যোক্তা শখের বসে গড়া ‘পৌষী’র পণ্য এখন রপ্তানি হচ্ছে ইতালিতে By রিপোর্টার September 14, 20222 ShareTweet 2 আগ্রহ ফটোগ্রাফিতে, কিন্তু শখের বসে একদিন নিজের ডিজাইন করা কিছু পোশাকের ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করার পরে ঘটে চমক! খুব অল্প সময়েই সবগুলো সোল্ড আউট! তাই মাত্র ১৯ বছরের পৌষীকে অনুপ্রাণিত করে এত বড় উদ্যোগ নিতে। মাহিয়া নিনান পৌষী তার নিজের নামের সঙ্গে মিল রেখেই শুরু করেন ফ্যাশন ডিজাইনিং প্রতিষ্ঠান ‘পৌষী’। আসে সফলতা। সৃজনশীল এই তরুণী জানান, ফ্যাশন ডিজাইনের জগতে তিনি আসবেন এবং এটি নিয়ে কাজ করবেন এমন কোনো ভাবনা তার মধ্যে ছিল না। বরং তার আগ্রহ ছিল ফটোগ্রাফিতে। পৌষী জানান, একদম শুরু থেকেই আমার বাবার সাপোর্ট ছিল প্রচুর, যখন বাবা দেখলেন যে তার মাত্র ১৯ বছর বয়সী মেয়ে নিজে আয় করছে নিজের উদ্যোগ থেকে তখন তিনিই হয়ে উঠেন সবচেয়ে বড় সাপোর্ট সিস্টেম। তিনিই অনুপ্রেরণা দিয়েছেন ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়তে এবং আরও দক্ষ হতে৷ আরও পড়ুনঃ নাচের পাশাপাশি নিজেকে সফল উদ্যোক্তা হিসেবে তৈরী করতে চান বনানী এস চৌধুরী পৌষী জানান, ‘প্রথম পেইড অর্ডার থেকে শুরু করে, ইনভেস্টমেন্ট, বনানীতে আউটলেটের জন্য পার্টনার খুঁজে পাওয়া এসবই সম্ভব হয়েছে সোশ্যাল মিডিয়ার কল্যাণে। এমনকি ফেসবুকের মাধ্যমেই পৌষীর ডিজাইন পৌঁছে যায় বাংলাদেশের গণ্ডি পেরিয়ে সুদূর ইতালিতে৷’ ডিজাইনার হিসেবে অনেক দেশি-বিদেশি স্বীকৃতি মাত্র ২৬ বছর বয়সী এই তরুণীর উদ্যোক্তা অর্জন করেছেন ইতিমধ্যে।
বাংলাদেশ ফেডারেশন অব উইমেন অন্ট্রাপ্রেনার্স এর বার্ষিক সাধারণ সভা এবং নির্বাচন অনুষ্ঠিত September 7, 20241
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20231642 views