আন্তর্জাতিকখবর ১৩ বছর ধরে নারীদের রেইনকোট চুরি! By রিপোর্টার October 30, 20221 ShareTweet 1 জাপানে সম্প্রতি দেখা মিলেছে বিচিত্র এক চোরের। ইয়োশিদো নামের ৫১ বছর বয়সী এই চোরের নেশা নারীদের রেইনকোট চুরি করা। আটকের পর তার বাড়িতে অভিযান চালিয়ে ৩৬০টি রেইনকোট পাওয়া গেছে। জানা গেছে, ১৩ বছর ধরে এই কাজ করছেন তিনি। ইয়োশিদো পেশায় একজন সংবাদপত্র ডেলিভারি ম্যান। বিভিন্ন জায়গায় তিনি সংবাদপত্র ডেলিভারি করার সময় এই চুরিগুলো করতেন। তবে এত বছর ধরে এই কাজ করলেও এবারই প্রথম ধরা পড়েছেন পুলিশের হাতে। পুলিশ জানিয়েছে, ইয়োশিদোর বাড়ি থেকে পাওয়া রেইনকোটগুলোর মধ্যে সবচেয়ে পুরোনোটি তিনি চুরি করেছিলেন ২০০৯ সালে। তবে গত ৯ বছরে চুরি করেছেন ৩২০টি রেইনকোট। নারীদের পার্ক করা স্কুটি বা সাইকেল থেকে এই রেইনকোটগুলো চুরি করতেন বলে জানিয়েছেন নিজেই। এরপর বাড়িতে সেগুলো সাজিয়ে রাখেন। ধারণা করা হচ্ছে, ১৩ বছরের দীর্ঘ অপরাধমূলক কর্মজীবনে ১.১২ মিলিয়ন ইয়েন বা ৭ হাজার ৮০০ ডলারের পণ্য চুরি করেছেন। তবে কেন তিনি এমনটা করেছেন সে বিষয়ে কিছু জানা যায়নি। জাপানে এখন তাকে ডাকা হচ্ছে ‘রেইনকোট ম্যান’। প্রসঙ্গত, দেশটিতে এর আগে আরেক বিচিত্র চোরের সন্ধান মেলে। টেটসুও উরাতা নামের একজন নারীদের ৭৩০টিরও বেশি অন্তর্বাস চুরি করেছেন বলে জানা যায়। আরও পড়ুনঃ জ্যোতির্বিজ্ঞানীরা গভীর মহাকাশে আলোর সবচেয়ে উজ্জ্বল ঝলকানি দেখে বিস্মিত
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20231642 views