ই-কমার্সউদ্যোক্তা প্রশিক্ষণউদ্যোক্তা সংগঠনউদ্যোক্তার গল্পদেশি উদ্যোক্তা “Student to Queen” শীর্ষক ওয়েবিনার সিরিজ শুরু করতে যাচ্ছে “On The Way” By নিজস্ব প্রতিবেদক September 8, 20221 ShareTweet 1 “নারী হোক উদ্যোক্তা”, এই মূলমন্ত্র নিয়ে কাজ করছে ” অন দ্যা ওয়ে”। নারীদের উদ্যোক্তা হিসেবে সামনে এগিয়ে যাবার পথকে সহজ করতে তৈরি হয়েছে “অন দ্যা ওয়ে” প্ল্যাটফর্ম।যারা নারী উদ্যোক্তা আছেন এবং যারা উদ্যোক্তা হতে আগ্রহী তারা সকলেই এই প্ল্যাটফর্মটিতে যুক্ত রয়েছেন। একজন নারীর যে কোন উদ্যোগকে সামনে এগিয়ে নিতে ” অন দ্য ওয়ে”তে রয়েছে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা। আইটিতে পারদর্শী নারীরাও যুক্ত আছেন “অন দ্য ওয়ে” তে, রয়েছে নারীদের জন্য ফ্রিল্যান্সিং কাজের সুবিধাও। যারা উদ্যোক্তা হতে আগ্রহী এবং যারা উদ্যোক্তা আছেন-সকল নারীদের জন্য ” অন দ্য ওয়ে” নতুন বেশ কিছু প্রোজেক্ট তাদের নীতিতে যুক্ত করেছে। তারই একটি অংশ হিসেবে “অন দ্য ওয়ে” এবার পৌঁছে গেছে শিক্ষার্থীদের মাঝে। প্ল্যাটফর্মটি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত নারী শিক্ষার্থীদের জন্য “ওয়ার্কশপ” আয়োজন করেছে। অন দ্য ওয়ে এর “Student to Queen” এর এই যাত্রা ইতোমধ্যে নারী শিক্ষার্থীদের মাঝে আশানুরূপ সাড়া ফেলেছে। শিক্ষার্থীরা জানান, “অন দ্য ওয়ে” এর এই ওয়ার্কশপটি একজন নারী শিক্ষার্থীর উদ্যোগকে সামনে এগিয়ে নিতে সহযোগিতা করবে বলে তারা আশা করছে। গতানুগতিক ধারা থেকে বের হয়ে সমাজে নিজের উদ্যোগ এবং বুদ্ধিমত্তা দিয়ে আলাদাভাবে কিছু করার প্রয়াস তৈরি হবে। সাহসিকতার সাথে সঠিকভাবে নিজের উদ্যোগকে পরিচালিত করতে পারলে সমাজ এবং দেশের জন্য এই উদ্যোগ উপকারে আসবে বলেও তারা আশা ব্যক্ত করেছেন। এ প্রেক্ষাপটে অন দ্য ওয়ে’র নারী শিক্ষার্থীদের জন্য আয়োজিত এই ওয়ার্কশপটি সাফল্যজনক ভূমিকা রাখবে বলে “অন দ্য ওয়ে” আশাবাদী। ইতোমধ্যে “অন দ্য ওয়ে” বাংলাদেশের স্বনামধন্য তিনটি শিক্ষা প্রতিষ্ঠান – ইসলামী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল, এর ক্যারিয়ার ক্লাবের সাথে নারী শিক্ষার্থীদের জন্য “ওয়ার্কশপ” করার জন্য প্রস্তুতি সম্পন্ন করছে। “অন দ্য ওয়ে” এবং “American Institute of Business & Technology” এর তত্ত্বাবধানে সেশনগুলি পরিচালিত হবে। নারী শিক্ষার্থীদের মাঝে “অন দ্য ওয়ে” এর “Student to Queen” যাত্রার এই ওয়ার্কশপ যে ইতিবাচক সাড়া ফেলেছে তাতে “অন দ্য ওয়ে” আশাবাদী যে তারা নারী উদ্যোক্তাদের জন্য এবং যারা উদ্যোক্তা হতে আগ্রহী তাদের সকলের জন্য সামনে আরও নানা ধরনের সুযোগ সুবিধা তৈরি করবে। নারীদের মাঝে “অন দ্য ওয়ে” কে ঘিরে ইতিবাচক মনোভাব প্ল্যাটফর্মটিকে সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণার সঞ্চয় করবে বলে “অন দ্য ওয়ে” আশাবাদী।
ভাইরাল কেক পট্টির আড়ালে লুকানো স্বাস্থ্যঝুঁকি, নজর দিতে হবে ক্রেতা ও উদ্যোক্তা দুই পক্ষকে : এলিন মাহবুব 2 days ago0
ডিজিটাল বনাম ট্র্যাডিশনাল মার্কেটিং, উদ্যোক্তাদের জন্য কোনটা বেশি কার্যকর : এলিন মাহবুব October 8, 202585 views
জামদানি শিল্পের পুনর্জাগরণে নারী নেতৃত্ব : নওরীন পেলেন ‘বেস্ট এন্টারপ্রেনার অব দ্য ইয়ার’ সম্মাননা May 31, 2025205 views
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20231895 views